বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা পরিষদের ইনভার্টার প্রদান

7

রাঙামাটি প্রতিনিধি

বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা পরিষদ কর্তৃক বৈদ্যুতিক সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর নির্দেশে এসব সামগ্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক রশ্নি চাকমার হাতে তুলে দেন জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখুয়া।
করোনাকালিন সময়ে রোগীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাঙামাটি জেলা পরিষদ উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোতে সেবা কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দিতে অক্সিজেন, পিপিই, মাস্ক ও ওষুধ সরবরাহ করছে। তারই অংশ হিসেবে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈদ্যুতিক সমস্যা নিরসনে জেলা পরিষদ কর্তৃক ৩ হাজার পাওয়ার ওয়ার্ডের ইনভার্টার হস্তান্তর করা হয়। ইনভার্টার দিয়ে সোলারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
এসময় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি জয়সেন তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখুয়া জানান, বিলাইছড়ি উপজেলায় বিদ্যুৎ সমস্যায় দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে উপজেলাবাসী। সদর হাসপাতালে বিদ্যুৎ সমস্যার কারণে নেবুলাইজার দিতে না পেরে একজন রোগী মৃত্যুবরণ করে। জেলা পরিষদ চেয়ারম্যানের নির্দেশে ইনভার্টার পেল বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বিজ্ঞপ্তি