বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

11

রেলওয়ে শ্রমিক লীগ :
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের উদ্যোগে গত ৮ জানুয়ারি দুপুরে নগরীর টাইগার পাস মোড় চত্বরে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেচার শতাধিক গরীব, দুঃখী মানুষের হাতে শীত বস্ত্র কম্বল তুলে দেন। বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় এইশীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের দপ্তর সম্পাদক এসএম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রেলওয়ে শ্রমিক লীগ নেতানজরুল ইসলাম, বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বাবু, কাউন্সিলর জহুরুল আলম জসিম, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সহসভাপতি কামাল উদ্দিন, শেখ ফরিদ, মিরন হোসেন মিলন, মামুনুল হক মামুন, জহির উদ্দিন, রাশেদুল ইসলাম মিথুনসহ রেলওয়ে শ্রমিক লীগ ও সংশ্লিষ্ট ওয়ার্ড, থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান

চট্টগ্রাম জেলা :
‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ চট্টগ্রাম জেলা ও ইন্দারা-বঙ্গবন্ধু ফাউন্ডেশন’-এর উদ্যোগে বিভিন্ন স্থানে তিনশত শীতার্ত, শিশু, পঙ্গু, অসহায় মানুষের মাঝে কম্বল উপহার প্রদান অনুষ্ঠানে আমুস বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক সুরজিত দত্ত সৈকতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, উদ্বোধক ছিলেন আমুস কেন্দ্রীয় উপদেষ্টা ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনিন সরওয়ার কাবেরী, পটিয়া আওয়ামী লীগ নেতা মোঃ নাছির উদ্দীন, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মোঃ কায়সার, যুবলীগ নেতা বায়েজীদ চৌধুরী হৃদয়, মহানগর যুবলীগ নেতা তাপস বিশ্বাস রতন, দুলাল সরকার প্রমুখ।

গাউসিয়া কমিটি লোহারপুর ইউনিট:
গাউসিয়া কমিটি বাংলাদেশ, লোহারপুল ইউনিট কমিটির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বর বিতরণ করেন প্রধান অতিথি গাউসিয়া কমিটি পাহাড়াতলী থানা সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসলিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন ১১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ আবদুল হাফেজ। উপস্থিত ছিলেন মুহাম্মদ জাহানঈীর আলম, মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ শহিদ, মুহাম্মদ ওয়াহিদ, মুহাম্মদ মিঠু, মুহাম্মদ রাকিব, মুহাম্মদ তৌহিদ, মুহাম্মদ সাইদ, মুহাম্মদ সৌরভ, মুহাম্মদ শাওন, মুহাম্মদ আরিফ, মুহাম্মদ আরমান প্রমুখ।

আমিলাইশ শিশু কিশোর আসর :
সাতকানিয়ার আমিলাইশ শিশু কিশোর আসরের আয়োজনে দুস্থ অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গত ৬ জানুয়ারি সকাল ১১ টায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শিশু কিশোর আসরের উপদেষ্টা মোজাম্মেল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, নাজিম উদ্দিন, জুনাইদ, মোজাম্মেল হক চৌধুরী, আরিফ, সাজ্জাদ, রাসেলসহ ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা :
মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে ধারাবাহিক বিতরণের ১৩তম বর্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গতকাল মাদার বাড়ী ট্র্যাংক রোড হাবিব টাওয়ারে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী অনুষ্ঠান উদ্বোধন করেন সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা। চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি আলহাজ লায়ন মো. আলমগীর। জেলা কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান সৌরভের সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি এস এম সাহাব উদ্দিন, সহ-সভাপতি লায়ন সামসুজ্জামান সুমন, সহসভাপতি লায়ন খন্দকার কাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোখলেছার রহমান, ক্রীড়া সম্পাদক মো. আবদুল কাদের, পরিকল্পনা সম্পাদক মো. ওমর ফারুক, শ্রম কল্যান সম্পাদক মো. বাচ্চু মিয়া, সহ সম্পাদক স্বাধীন বর্মন যদু দাশ, আমেনা বেগম ডলি, শারমিন আক্তার, নাজমা আক্তার প্রমূখ।

টিএইচএম সোসাইটি অব বিথম :
ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সোসাইটি অব বিথম ২০২৩ সালের প্রথমদিন উদযাপন উপলক্ষে নগরীর সিআরবি এলাকায় ১ জানুয়ারি বিকেলে দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। এটি চট্টগ্রামে ট্যুরজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে প্রফেশনাল কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠান বিথম কলেজ অব প্রফেশনালস এর ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত একটি সমাজসেবী সংগঠন। এ মহতী কর্মে সদস্যদের সাথে উপস্থিত ছিলেন সভাপতি জুলকারনাইন ফাহিম, সেক্রেটারি মুনতাহিনুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা মো. মহিউদ্দিন ও মো. জিয়াউদ্দিন নয়ন। সার্বিক সমন্বয়ে ছিলেন উপদেষ্টা বিথমের প্রধান নির্বাহী মো. মেয়াজ্জেম হোসেন।