বিভিন্ন স্কুল-কলেজের বার্ষিক ক্রীড়া

73

চকরিয়া সরকারি কলেজ : বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শুরু হয়েছে কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া সরকারি কলেজের বার্ষিক ক্রীড়ার। গতকাল দুপুরে বেলুন ও পায়রা উড়িয়ে কলেজ মাঠে প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিক প্রতিযোগিতার উদ্বোধন করেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ আলহাজ জাফর আলম এমএ।
অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন অধ্যাপক সাহাব উদ্দিন, অধ্যাপক পদ্মলোচন বড়–য়া, অধ্যাপক মোক্তার আহমদ প্রমুখ। পরে জাতীয় সংগীত পরিবেশনা ও পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। – চকরিয়া প্রতিনিধি
রাউজানে ছামিদর কোয়াং প্রাথমিক
বিদ্যালয় : রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ছামিদর কোয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তাফসির আহমদ বাবুল। শিক্ষক একেএম শাহজাহানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল মোমিন। বিশেষ অতিথি দৈনিক প্রথম আলোর প্রতিনিধি এসএম ইউসুফ উদ্দিন, দক্ষিণ নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য মোস্তাহারুল হাসান, একই স্কুলের প্রধান শিক্ষক রবিন্দ্র লাল সরকার, শাহানুর মেম্বার, সমাজসেবক আকতার কামাল। বক্তব্য দেন প্রধান শিক্ষক রত্না মহাজন, ঝুলন দেওয়ানজি, ডেজু মেহমুদ, রিতা দে, মুহাম্মদ আনসুর আলী, দিপা সেন, মুন মুন বিশ্বাস প্রমুখ। – রাউজান প্রতিনিধি
শাহ মজিদিয়া মডেল স্কুল : বোয়ালখালী শাহ মজিদিয়া মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ গতকাল স্কুলের সভাপতি মোহাম্মদ সেকান্দর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কানাডা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ রফিক তালুকদার, মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ ইলিয়াছ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. সিরাজুল হক, মহিলা কাউন্সিলর রেহেনা আকতার পারভীন। বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহাম্মদ আকতার হোসাইন, মোহাম্মদ রফিক ও শিক্ষক পারভীন আকতার প্রমুখ। বিজ্ঞপ্তি
চন্দনাইশ মাইগাতা প্রাথমিক বিদ্যালয় : চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নস্থ মাইগাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। গতকাল বৃহস্পতিবার মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানমালা এসএমসি সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রাউলিবাগ বায়তুল আমান ইবতেদায়ি মাদরাসার সহ-সভাপতি সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য রূপসী দত্ত, প্রধান শিক্ষক (চ.দ) নিগাত সুলতানা, সহকারি শিক্ষক যথাক্রমে মফিজুল আলম, সৈয়দা সীফায়েত শারমিন, সুপ্তা চৌধুরী, শম্পা তালুকদার ও শিবু সুলতানা।