বিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ

8

কিবরিয়া নুর ফাউন্ডেশন :
কিবরিয়া নুর ফাউন্ডেশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিশ্বব্যাপী দ্রæতগতিতে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ এড়াতে জনসচেতনতামূলক কর্মসূচি ও মাস্ক বিতরণ করা হয়েছে। পশ্চিম বাকলিয়া আওয়ামী লীগের ২ নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক নিজাম কাদের সঞ্চালনায় ফাউন্ডেশনের চেয়ারম্যান পশ্চিম বাকলিয়া আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ গোলাম কাদের হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দীন আহমেদ চৌধুরী, সহ-সভাপতি সিরাজুর রহমান, চসিক কাউন্সিলর শাহীন আক্তার রোজী, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন-আহব্বায়ক আকবর আলী আকাশ, বাকলিয়া থানা আওয়ামী লীগের আহব্বায়ক কমিটির সদস্য রহমতউল্লাহ্ ফরহাদ, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আবু সাঈদ মিন্টু, ৩নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি সারোয়ার আলম, যুবলীগ নেতা হোছাইন উল্লাহ্ রিপন, মনি, ইমরান, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের এজিএস নোমান সাঈফ, চকবাজার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জি.এম তাওসীফ, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিয়াজ কাদের, ছাত্রলীগ নেতা আলতাফ হোসেন, বন্ধন সেন, জাহেদ হোসেন ফারুক, শাহদাত হোসেন, মেহেদী হাসান, কাইয়ুম শাহ্, আব্দুল হান্নান শাহ্, হামীম আল আবির, রকিবুল ইসলাম, পিয়াস আইচ, আনাস, আম্মার, সামি সহ প্রমুখ।

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ :
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের সেন্টার ফর কমিউনিটি অ্যাওয়ারনেস (সিসিএ) ক্লাবের সহযোগিতায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রেজারার প্রফেসর আ.ন.ম ইউসুফ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর আইন অনুষদ এর ডীন ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এ.বি.এম আবু নোমান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ন বৈদ্য, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, আইন বিভাগের সহকারী অধ্যাপক আবদুল হান্নান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব বলেন, প্রতিটি ক্ষেত্রে আমাদের মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। আমাদের দরিদ্র জনগোষ্ঠিকে সহযোগিতার মাধ্যমে দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে হবে। বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে শুধু মাথাপিছু আয় বৃদ্ধি হলে হবে না পাশাপশি আমাদের দারিদ্রতার হারও কমাতে হবে। তাহলেই আমরা অতিসত্ত¡র উন্নত রাস্ট্রের পরিনত হওয়ার অভিষ্ঠ লক্ষে পৌছাতে পারবো। আমি আইন বিভাগের আজকের এই শীত বস্ত্র বিতরণের মহৎ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি অন্যরাও আর্ত মানবতার সেবায় এগিয়ে আসবেন। বিজ্ঞপ্তি