বিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ

102

খাগড়াছড়ি সেনা রিজিয়ন : সবুজ পাহাড়ে শীত আসে কুয়াশার ধূসর চাদর মুড়ি দিয়ে। এবার পৌষের শুরু থেকেই শীত জেঁকে বসেছে পাহাড় রাণী খাগড়াছড়ির পাহাড়ি জনপদ। ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা, রাতে কমে যাচ্ছে তাপমাত্রা। শীতে কাবু হয়ে পড়ছেন প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ। পার্বত্যাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্গম এলাকায় উন্নয়ন এবং যে কোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে ছুটে যান বাংলাদেশ সেনাবাহিনী। এবারও কনকনে শীতে তার ব্যতিক্রম ঘটেনি, খাগড়াছড়ি সেনা রিজিয়নের ব্যবস্থাপনায় প্রত্যন্ত এলাকার প্রায় ১২০০ গরীব-দুঃস্থ, অসহায় শীতার্ত পরিবারের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত শনিবার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, খাগড়াছড়ি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়জুর রহমান, এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন। এসময়, খাগড়াছড়ি সদর সেনা জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম পিএসসি, জিএসও-২(ইন্ট) মেজর মো. সালাহউদ্দিন ও পৌরসভার মেয়র মো. রফিকুল আলম অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি সেনা রিজিয়ন থেকে পাওয়া শীতের কম্বল পেয়ে খুশিতে আত্মহারা প্রত্যন্ত এলাকার এসকল গরীব-দুঃস্থ, অসহায়, সাধারণ মানুষগুলো।
বৌদ্ধ মহিলা সমিতি বাংলাদেশ :
বোয়ালখালী উপজেলার শাকপুরা বড়ুয়ার টেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত প্রদীপ বড়ুয়া, অদীপ বড়ুয়া, সুদীপ বড়ুয়া, শ্যামল বড়ুয়া ও পুতুল বড়ুয়ার পরিবারে বৌদ্ধ মহিলা সমিতি বাংলাদেশের পক্ষে গত ২১ ডিসেম্বর ত্রাণ বিতরণ করা হয়। এসময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের মাঝে শুকনো খাবার চাল, ডাল, বিস্কুট, কম্বল, শাড়ি এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন। নেতৃবৃন্দ পরবর্তীতে গৃহ নির্মাণে অর্থ সহায়তা প্রদানের কথা জানান। ত্রাণ বিতরণকালে বৌদ্ধ মহিলা সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভানেত্রী কেমি বড়ুয়া মুক্তা, সহ-সভাপতি চিনু বড়ুয়া, কাকন বড়ুয়া, সাধারণ সম্পাদক শিক্ষিকা নেভী বড়ুয়া, অর্থ সম্পাদক পূর্ণিমা বড়ুয়া, প্রচার সম্পাদক পল্লবী বড়ুয়া, দপ্তর সম্পাদক সংযুক্তা বড়ুয়া, প্রকাশনা সম্পাদক লাবণ্য বড়ুয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ডা. অধীর বড়ুয়া, ঝুন্টু বড়ুয়া, পল্টু কান্তি বড়ুয়া, সঞ্চয়ন বড়ুয়া প্রমুখ। সমিতির নেতৃবৃন্দ বলেন, প্রচন্ড শীতে দরিদ্র পরিবারগুলো বর্তমানে মানবেতর দিনযাপন করছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তা প্রদানের লক্ষে নেতৃবৃন্দ জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে ত্রাণসামগ্রী বিতরণের জন্য এগিয়ে আসার আহব্বান জানান।
শম্ভু-লক্ষী ট্রাস্ট :
চন্দনাইশের বরমা শম্ভু- লক্ষী ট্রাস্টের উদ্যোগে ও কুইন সোপ এন্ড ক্যামিকেল ইন্ডাস্ট্রিজের এমডি রুবেল দেবের সৌজন্যে বরমা ও নিকটস্থ গ্রাম মাইগাতা, বাতাজুরি, বাইনজুরি, রাউলিবাগ, সেবন্দী, চরবরমা ও ধামাইরকুলের দুস্থ-শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। গত শুক্রবার বিকেলে বরমা শম্ভু ল²ী কুটিরে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুবেল দেব এবং সঞ্চালনা করেন জুয়েল দেব ও লিটন দেব। এ সময় অতিথি ছিলেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ অফিসার (ভারপ্রাপ্ত) সাংবাদিক শামসুল আলম টগর, সমাজহিতৈষী শম্ভু দেব, লক্ষী রাণী দেব, বরমা উন্নতমান সরকারি প্রাথমিক বিদ্যালয় পিটিএ সভাপতি সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, যুবলীগ নেতা রুবেল কান্তি দত্ত, মাস্টার স্বপন চক্রবর্তী, সমাজসেবক জুয়েল দেব, নয়ন বড়ুয়া, মন্জুরুল আলম প্রমুখ। এতে এলাকার শতাধিক দুস্থ-শীতার্ত লোককে শম্ভু-লক্ষী ট্রাস্টের শীতকালীন উপহার কম্বল প্রদান করা হয়।
অতিথিরা বলেন, নিজেদের আয়ে প্রতিবেশী দুস্থ, গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষেরও অধিকার রয়েছে। তাই তাদের মৌলিক অধিকার পূরণে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে।
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি পূর্ব কলাউজান মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি :
লোহাগাড়া পূর্ব কলাউজান শাখার উদ্যোগে বিশ্বঅলি শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডআরী ( ক.) খোশরোজ শরীফ উপলক্ষে গরীব-দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা ফজলে এলাহির সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারী মরমী গোষ্ঠির আজীবন সদস্য শেখ মোকসেদুর রহমান। প্রধান আলোচক ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি হাটহাজারী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক কমিশনার আশেক রসুল রোকন। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ শাখার সমন্বয়ক আলহাজ ইউসুপ, পটিয়াসহ চাপড়ী শাখার আশেকানে হক ভান্ডারির প্রতিষ্ঠাতা খোরশেদ আলম, হাটহাজারি পৌরসভা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন। মৌলানা দেলোয়ার হোসেনের পরিচালনায় মিলাদ মাহফিল শেষে শতাধিক গরীব দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা।