বিভিন্ন সংগঠনের ঈদ উপহার বিতরণ করোনা মোকাবেলায় সরকারের পদক্ষেপ প্রশংসনীয় : নওফেল

54

শিক্ষা উপমন্ত্রী

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বর্তমান সরকার বৈশ্বিক মহামারী করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সংক্রমণ রোধে লকডাউনসহ নানা বিধি-নিষেধের আরোপের পাশাপাশি করোনার সর্বোত্তম চিকিৎসা ও টিকা প্রাপ্তি নিশ্চিত করতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। লকডাউন পরিস্থিতিতে কাজ বন্ধ হয়ে যাওয়ায় হতদরিদ্র পরিবারগুলোতে নানা মাধ্যমে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। করোনা মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনার সরকারের নেয়া পদক্ষেপগুলো বিশ্ব পরিমন্ডলে প্রশংসনীয় ও সমাদৃত হয়েছে। প্রধানমন্ত্রী সার্বিক দিক-নির্দেশনায় আমরা নিশ্চয়ই এই দুর্যোগময় পরিস্থিতি সামাল দিয়ে পুনরায় স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে সক্ষম হব। গতকাল শুক্রবার বিকালে নগরীর জিইসি মোড়ের কে স্কয়ার কমিউনিটি সেন্টারে করোনাকালে শারীরিক প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুরঞ্জিত বড়ুয়া লাভুর সভাপতিত্বে এবং নগর ছাত্রলীগের সহ-সভাপতি সৌমেন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী-যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জাহাঙ্গীর আলম, নগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু, আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য নাসির হায়দার চৌধুরী বাবুল, সিটি কর্পোরেশনের পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক আবু নাসের চৌধুরী আজাদ, এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নুর উদ্দিন বাহার বাবু, নগর ছাত্রলীগের সাবেক সদস্য শিবু প্রসাদ, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংগঠন ‘আমরা করব জয়’- এর সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স, যুব নেতা মাহাতাব উদ্দিন, মো. জিহাদ উদ্দিন, কায়সার উদ্দিন, নগর ছাত্রলীগের সহ সভাপতি রুমেল বড়ুয়া রাহুল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ বিন ফয়সাল মিজান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা আব্দুর রাকিব, সুজন বড়–য়া, শামীম আজাদ, কামরুল হাসান শিবলু, জাহিদুল ইসলাম প্রমি, আল আমিন, ইফতেখার আবির, সাইদ আবদুল্লাহ রকি প্রমুখ। অনুষ্ঠানে পাঁচ শতাধিক শারীরিক প্রতিবন্ধী ও হতদরিদ্রের লোকজনের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
মহিউদ্দিন চৌধুরী সংসদ
৩৭নং মুনিরনগর ওয়ার্ডে এবিএম মহিউদ্দিন চৌধুরী সংসদ’র উদ্যোগে কেন্দ্রীয় ছাত্রলীগ’র সাবেক সহ-সম্পাদক মেজবাহ উদ্দিন মোর্শেদ’র সার্বিক ব্যবস্থাপনায় পোর্ট কলোনী ১২নং রোড শহীদ মিনারের পাদদেশে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান মহানগর ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক শওকত হোসেন জগলু’র সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন শাওন’র পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
বিশেষ অতিথি ছিলেন মহানগর ছাত্রলীগ’র সাবেক সভাপতি এম আর আজিম, ৩৭নং ওয়ার্ড মুনিরনগর ওয়ার্ড আওয়ামীলীগ সহ-সভাপতি রিদওয়ানুল হক, আব্দুল ওহাব, বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) যুগ্ম-সম্পাদক সৈয়দ মেজবাহুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক সাইফুর রহমান স্বপন, দপ্তর সম্পাদক বিশ্বজিত দেব, সাবেক ছাত্রলীগ নেতা মোসলেহ উদ্দিন শিবলী, রেজাউল করিম আলমগীর, আবু সাইদ সুমন, মেহেদী হাসান মজুমদার, ফররুখ আহমেদ পাবেল, একরামুল হক রাসেল, অমিতাভ চৌধুরী বাবু, আবুল মনসুর টিটু, মো. কবির আহমেদ, কামরুল হুদা পাবেল, লুৎফুল কবির সোহাগ, হেদায়েত উল্লাহ রাজু, আমির হামজা মামুন, সাদ্দাম হোসেন, তানজীব আহসান জিবু, রাফিজুল ইসলাম পিয়াস, রাফসান জামিল, রাহাত ইমরান, সৈয়দ আরিফ, তৌহিদুল ইসলাম পাবেল প্রমুখ।
মহানগর স্বেচ্ছাসেবক লীগ
চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মিউনিসিপ্যাল মডেল স্কুল অডিটোরিয়ামে দুস্থ ও সুবিধা বঞ্চিত কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান সংগঠনের সম্মেলন ২০২১ এর ব্যবস্থাপনা উপ-কমিটির আহŸায়ক সাদেক হোসেন চৌধুরী পাপপুর সভাপতিত্বে ও অভ্যর্থনা উপ-কমিটির আহ্ববায়ক মুহাম্মদ জসীম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের নগর আহŸায়ক এডভোকেট এ.এইচ.এম জিয়াউদ্দিন, যুগ্ম আহŸায়ক কে.বি.এম শাহজাহান ও সালাউদ্দিন আহমেদ। আরো বক্তব্য রাখেন নগর সদস্য মনোয়ার জাহান মনি, দেলোয়ার হোসেন ফরহাদ, শামসেদ খোকন, পংকজ রায়, সাধন দাশ, বেলাল হোসেন, হেলাল উদ্দিন, এনামুল হক, জামাল উদ্দিন, এম.এইচ মানিক, খায়রুজ্জামান বাবু, রাকিব আহমেদ চৌধুরী, আমিনুল ইসলাম আমিন, সাহেদুল আলম, সুমন সেন, আবদুল বাতেন, হাবিব উল্ল্যাহ বাহার, মোজাম্মেল হক মানিক, আবুল কাশেম, সবুজ মিয়াজি, শাহদাৎ হোসেন রনি, গিয়াস উদ্দিন রিফাত, মুকসুদ আলী, হেলাল উদ্দিন হুমায়ুন, মো. নুরুল আবছার, জাহেদ হোসেন টিটু, সাইফুদ্দীন সাইফু, মো. আসিফ চৌধুরী, মো. ফয়সাল, আফতাব উদ্দিন মাহমুদ ইমন, ইসমে আজিম আসিফ, ফয়সাল বাদশা, মনিরুল ইসলাম মনি, আমিনুল ইসলাম, এড. সাজ্জাদ হোসেন জুয়েল, জাহেদ হাসান রনি, মনছুর আলম রনি, মো. খোকন, আবু সৈয়দ, আমান উল্ল্যাহ মানিক, অপু ধর প্রমুখ নেতৃবৃন্দ।
দেবাশীষ পাল দেবুর উদ্যোগ
নগরীতে সুবিধা বঞ্চিতদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও তৈরি খাবার বিতরণ করা হয়। এ উপলক্ষে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে উত্তর হালিশহর, পশ্চিম ও পূর্ব মাদারবাড়িতে পৃথক অনুষ্ঠান হয়। এসময় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবু হক মিয়া, যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু। উপস্থিত ছিলেন চসিকের ক্রীড়া উন্নয়ন বিষয়ক কমিটির সভাপতি ও কাউন্সিলর আতাউল্লা চৌধুরী, কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, যুবলীগ নেতা জসিম উদ্দীন, আনিফুর রহমান লিটু, নুরুন্নবী পারভেজ, রায়হান নেওয়াজ, মারুফ আহমেদ, ইকবাল হোসেন, মাহাবুল হক, মারুফুল ইসলাম, তারিকুল ইসলাম, কোরবান আলী, সাজিবুল ইসলাম, রাশেদ, আবদুল মজিদ, নুরুল হুদা, তানভির, মিজান, এসকান্দর নাহিদ, সোহেল আহমেদ, জয় বাদশা, রাজু, আকবর, আমির, রাসেল আরমান, মিনহাজ হোসাইন, ইমরান, সৌরেব বড়ুয়া, নাইমুল হুদা প্রমুখ।
নবীন মেলা’র ঈদ উপহার
৭ মে বিকেল ৪ টায় স্কোয়াড্রন লিডার সাফায়ত সরওয়ার মেমোরিয়াল ট্রাস্টের সৌজন্যে নবীন মেলার উদ্যোগে দুঃস্থ জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার বিতরণ উপলক্ষে মেলার সভাপতি জামাল উদ্দীন বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক অধ্যক্ষ আবু তালেব বেলাল। উপস্থিত ছিলেন মেলার সহ-সভাপতি সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, সহ সভাপতি সাইফুল আলম বাপ্পি, সম্পাদক সুবীর কুমার নাথ, যুগ্ম সম্পাদক হারুন রশীদ, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক ইমরান হোসেন জুয়েল প্রমুখ। এদিন ১১০জন দুঃস্থ মানুষের মাঝে শাড়ী, লুঙ্গি বিতরণ করা হয়।
ইপিজেড থানা শ্রমিক পার্টি
জাতীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জসিম উদ্দিন গত ৫ মে ইপিজেড থানা জাতীয় শ্রমিক পার্টির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। নারিকেলতলা চত্বরে শ্রমিক নেতা শান্ত শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন নগর শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক দীল মোহাম্মদ দিলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লীবন্ধু পরিষদ সভাপতি রিয়াজ উদ্দীন রিয়াজ, নগর মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির সদস্য সচিব জামাল উদ্দীন কান্টু, নগর শ্রমিক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, শাহ আলম, এস এ আজাদ, জিয়াউল হক ভুট্টু, শ্রমিক নেতা মো. আরিফ, শান্ত সিকদার, মো. সওকত, নুর ইসলাম সওদাগর, জাহাঙ্গীর আলম, নুর মোহাম্মদ, মো. শফি, মোকতার হোসেন হৃদয়, সেলিম উদ্দিন চৌধুরী, ইলিয়াস হাজারী, আব্দুর রশিদ, মো. জোবায়ের, আবুল কালাম, আয়েশা আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি