বিভিন্ন প্রতিষ্ঠানের শীতবস্ত্র বিতরণ

13

 

ইউনিয়ন ব্যাংক

সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন ব্যাংক লিমিটেড মধ্যরাতে ঢাকা শহরের বিভিন্ন স্থানে দুস্থ, অসহায়, অসুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করে। এতে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবিএম মোকাম্মেল হক চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, ইভিপি মো. মাইনুল ইসলাম চৌধুরী, মো. আজাদুর রহমান এবং সাইফুল মুমিন প্রমুখ।
যুবলীগ
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি পালনের অংশ হিসেবে এবং সাবেক ছাত্রনেতা মো. মাসুদুল ইসলাম মাসুদের সার্বিক ব্যবস্থাপনায় গতকাল মঙ্গলবার নগরীর পশ্চিম মাদারবাড়ী ২৯নং ওয়ার্ডের আওতাধীন পানির টাংকির মোড়ে হতদরিদ্র অসহায় দুস্থ ৩০০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের। বক্তব্য রাখেন সাহেদুল ইসলাম সাহেদ, আছিফুর রহমান মুন্না, মীর ইমরুল হাসান চৌধুরী রুবেল, মেজবাহ উদ্দিন আহমদ মোর্শেদ, মোছলেহ উদ্দিন আহমদ শিবলী, রাশেদ জোবায়ের, আব্দুল কাদের জাহেদ, হরি গোপাল, আলী রেজা পিন্টু, মো. সেলিম, আদনান মাহফুজ সজিব, সানি দে, অমিতাভ চৌধুরী বাবু প্রমুখ।
মোবাশি^রা ফাউন্ডেশন
মোবাশি^রা ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল মঙ্গলবার ১৯নং দক্ষিণ বাকরিয়া ওয়ার্ডে প্রায় পাঁচ শতাধিক দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। মহানগর আ’লীগ নেতা ও মোবাশি^রা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন চৌধুরীর ব্যবস্থাপনায় এসব কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আ’লীগ নেতা মো. ইকবাল হোসেন। আ’লীগ নেতা এস এম এ কায়েসের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাকলয়িা থানা আ’লীগের সদস্য আবদুর রহিম, ৪৩নং সাংগঠনিক ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, প্রমুখ।
মমতাজ উদ্দিন চৌধরী ফাউন্ডেশন
মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে হালিশহর বন্দরটিলা নুরুল আলম কন্ট্রাক্টরের বাড়িতে সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ করা হয়। মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের মহিলা বিষয়ক সম্পাদক মাইমুনা মহসিনের সহযোগিতায় এ কম্বল বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী রুমেল। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আলমগীর, ফাউন্ডেশনের জয়েন সেক্রেটারি রফিকুল ইসলাম, শীতবস্ত্র বিতরণ কর্মসূচির সমন্বয় সদস্য মো. আরাফ, হাফেজ আল আমিন তুষার, মুস্তাকিম প্রমুখ। বিজ্ঞপ্তি