বিভাগীয় ফাইনালে উঠার লড়াই আজ

37

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের দুটি সেমিফাইনাল খেলা আজ সকালে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে রাংগামাটি জেলা দল মুখোমুখি হবে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের। আর দ্বিতীয় সেমিফাইনালে ফেনী জেলা দল খেলবে খাগড়াছড়ি জেলা দলের বিপক্ষে। অপরদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথশ সেমিফাইনালে মুখোমুখি হবে কক্সবাজার জেলা দল এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা দল। আর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ফেনী জেলা দল এবং চাঁদপুর জেলা দল। গতকাল দুই বিভাগের ৮টি কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে অংশ নেয় ৮টি দল। প্রথম ম্যাচে রাংগামাটি জেলা দল ৪-০ গোলে কক্সবাজার জেলা দলকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে । দিনের দ্বিতীয় ম্যাচে ফেনী জেলা দল ১-০ গোলে লক্ষীপুর জেলা দলকে, তৃতীয় ম্যাচে খাগড়াছড়ি জেলা দল ১-০ গোলে বান্দরবান জেলা দলকে এবং শেষ ম্যাচে ব্রাহ্মণবাড়িয়া জেলা দল ৬-০ গোলে চট্টগ্রাম জেলা দলকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
অপরদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে কক্সবাজার জেলা দল টাইব্রেকারে ৩-২ গোলে রাংগামাটি জেলা দলকে পরাজিত করে শেষ চারে খেলা নিশ্চিত করে। দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ফেনী জেলা দল ২-১ গোলে লক্ষীপুর জেলা দলকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। দিনের তৃতীয় ম্যাচে চাঁদপুর জেলা দল ২-০ গোলে বান্দরবান জেলা দলকে এবং দিনের শেষ কোয়ার্টার ফাইনালে ব্রাহ্মণবাড়িয়া জেলা দল ২-০ গোলে স্বাগতিক চট্টগ্রাম জেলা দলকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে। উভয় টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামীকাল বুধবার এম.এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলা শেষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিজেকেএস সাধারন সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোঃ নুরুল আলম নিজামী।