বিবেক বুদ্ধির বৈশিষ্ট্যের অহমিকাতেই মানুষের শ্রেষ্ঠত্ব

6

 

অভিন্ন মানব সমাজ সভ্যতার বন্ধনে বন্দী। তবে ব্যক্তির ব্যক্তিত্ব-সাতন্ত্র, ইচ্ছা, আচার অনুষ্ঠান, রাজনৈতিক অবস্থান, তার কর্ম, ধর্ম বিশ্বাস একান্তই প্রত্যেকের ব্যক্তিগত। এখানে উগ্রতার আধিপত্য নিয়ে নিজের মতাদর্শ, বিশ্বাস জবরদস্তি চাপিয়ে দেওয়ার কোন অবকাশ নাই আর কোন ধর্ম দর্শনে তার অনুমোদন নাই। এই সুশীলতা মানুষের শ্রেষ্ঠত্বের মহীমার উপর বর্তিত। সৃষ্টিকর্তাও সেখানে তাকে স্বাধীনতা দিয়েছেন, তবে বিবেকের ভুল ভ্রান্তি, অরাজকতা, বেপরোয়া, অশান্তি বিভ্রান্তি সৃস্টির জন্য ধিক্কৃত হয়ে তাঁর কাছে জওয়াব দেহী করতেই হবে। প্রত্যেক ধর্ম আর এর গ্রন্থ সকলের কাছেই পবিত্র, সম্মানিত। কারন এর উপর আরও অসংখ্য মানুষের ভক্তি শ্রদ্ধা বিশ্বাস সংরক্ষিত।
‘পুজা মÐপে দেবীর পাশে পবিত্র কোরানশরিফ রাখা একটি অস্বাভাবিক ও অসংগত অপকর্ম। যা কোন প্রকৃত হিন্দু কিংবা ইসলাম ধর্মে বিশ্বাসী কারো দ্বারাই সম্ভব নয়। যে বা যারা করেছে তা অসৎ উদ্দেশ্য প্রণোদিত, অশান্তিময় পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে। আইন-শৃঙ্খলার গুরুদায়িত্ব পালনের বিজ্ঞ বিচক্ষণ প্রশাসন কে এই কুটিল দের খুঁজে বের করে এমন কুকর্মের মূলোৎপাটন করা ফরজ দায়িত্ব হিসেবে বিবেচিত। পক্ষান্তরে এ নিয়ে অযথা উত্তেজনা সৃষ্টির কোন কারণ নাই। অস্থিরতা অশান্তি সৃষ্টি আল্লাহ, আল্লাহর রাসুলের নির্দেশনার পরিপন্থী।’ প্রীতি প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলে পরস্পরে, স্বর্গ এসে দাঁড়ায় তখন আমাদের কুঁড়েঘরে। সকলের প্রতি শুভেচ্ছা- শুভ কামনা।