বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সেমিনার অনুষ্ঠিত

48

স্বামী বিবেকানন্দের শিকাগো বিশ্বধর্ম মহাসম্মেলনে যোগদানের ১২৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ চট্টগ্রামের উদ্যেগে সেমিনার ও আলোচনা সভা পরিষদের সভাপতি প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণ মিশন ও সেবাশ্রম প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মিশনের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দ মহারাজ, বিশেষ অতিথি ছিলেন মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর প্রদীপ চক্রবর্তী। সেমিনারে ‘ঞযব নধঃঃষব ড়ভ ষরভব রহ নড়ঃয ওহঃবৎহধষ ধহফ ঊীঃবৎহধষ’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকার ঞবীধং ঞবপয. টহরাবৎংরঃু এর সহকারী অধ্যাপক ড. সুমন কান্তি চৌধুরী। পরিষদের সম্পাদক জিতু মহাজন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সহসভাপতি এড. রুবেল পাল। বিজ্ঞপ্তি