বিবেকানন্দের জন্মদিনে স্বাস্থ্যসেবা কার্যক্রম

34

স্বামী বিবেকানন্দের ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে ২২ মার্চ জেমসেন হল প্রাঙ্গনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসব উপলক্ষ্যে সকাল ৮ টায় চিত্রাংকন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন চুয়েটের স্থাপত্য বিভাগের স্থপতি কানু কুমার দাশ। এতে ২৭৫জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। বিনামূল্য চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের কিডনী রোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডা. দীপ্তি চৌধুরী। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. শ্রী প্রকাশ বিশ্বাস, ডা. অলক বিশ্বাস, ডা. বাসনা মুহুরী, ডা. সুভাস চন্দ্র সূত্রধর, ডা. অসীম চৌধুরী এবং রাজীব চক্রবর্তী প্রমুখ।
এ চিকিৎসা সেবায় সার্বিক সহযোগিতা করেন হিন্দু ডক্টর’স অ্যাসোসিয়েশন (হিডা) এবং বিনামূল্যে ঔষধ বিতরণে সহযোগিতায় ছিলেন নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। অনুষ্ঠানে বøাড গ্রæপ ও ডায়াবেটিস নির্ণয়ে মাই ল্যাব সার্বিক সহযোগিতা প্রদান করেন। চিকিৎসা সেবায় ৬০জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান এবং ৭৫০জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। বিকাল ৪ ঘটিকায় সুব্রত দাশ অনুজের পরিচালনায় সুকণ্ঠ সংগীত বিদ্যাপীঠের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। পরবর্তীতে ৬ ঘটিকায় ‘স্বামী বিবেকানন্দের জীবন দর্শন’ বিষয়ক এক আলোচনা সভা অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেবের সভাপতিত্বে ও জুয়েল তেওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথি ছিলেন রামকৃষ্ণ অদ্বৈত আশ্রম, কাশী-র অধ্যক্ষ স্বামী বিশ্বাত্মানন্দজী মহারাজ, ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, চট্টগ্রাম রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ, জয়ন্ত কুমার দেব। পরবর্তীতে বার্ষিক প্রকাশনা ‘উত্তিষ্ঠিত’ এর মোড়ক উন্মেচন, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান, চিত্রাংকন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও প্রসাদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি