বিপ টেস্টে ফেল আশরাফুল-নাসিররা

33

জাতীয় ক্রিকেট লিগ শুরু হতে আর মাত্র ৯ দিন বাকি আছে। এরই মধ্যে শুরু হয়ে প্রস্তুতি। গতকাল মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা বিভাগের ক্রিকেটাররা বিপ টেস্টে অংশ নিয়েছে। বিপ টেস্ট নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছে। এবার টেস্টের জন্য ১১ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। গতবারে যেটা ছিল ৮-৯ পয়েন্ট। তবে প্রথম দিনেই অনেক ক্রিকেটারই এই লক্ষ্যের চেয়ে বেশি করেছেন। তবে লক্ষ্য উতরাতে পারেননি এক সময়ের তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক ও নাসির হোসেনের মতো ক্রিকেটাররা। বিপ টেস্টে সবচেয়ে বেশি পেয়েছেন উইকেটরক্ষক ইরফান শুক্কুর। তার পয়েন্ট এসেছে ১৩.৫। এছাড়া অভিজ্ঞ অলোক কাপালি পেয়েছেন ১২.৮। পেসার মানিক ও সাগর ১২.৮ করে পেয়েছেন। অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল ১২.১, মোহাম্মদ শরীফ ১০.৬, আব্দুর রাজ্জাক ৯.৬, মোহাম্মদ আশরাফুল ৯.৭, নাসির হোসেন ৯.৭, আরাফাত সানি ১০.৯, শুভাগত হোম ১১, জুবায়ের হোসেন লিখন ১১.২ ও আবু হায়দার রনি ১১.১ পয়েন্ট করে পান। বিপ টেস্ট নিয়ে অবশ্য সন্তুষ্টি প্রকাশ করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। তবে যারা বিপ টেস্টের নির্ধারিত লক্ষ্য পূরন করতে পারেনি তারা আবারও সুযোগ পাবেন বলে জানান সুমন।