বিপ্লব উদ্যানে নারী ও শিশু অধিকার ফোরামের সভা

27

মহানগর বিএনপির আহŸায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, শহীদ জিয়াই চট্টগ্রামের এই বিপ্লব উদ্যান থেকে উই রিভোল্ট বলে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। রাজনীতিবিদ, গবেষক সবাই একে শুধু স্বীকারই করেন না, তারা এটা শ্রদ্ধার সাথে স্মরণও করেন।
তিনি ২৫ মার্চ বিকালে ষোলশহর বিপ্লব উদ্যানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগরের জাতীয় পতাকা হাতে জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগরের আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. বেলায়েত হোসেন ঢালীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, মহানগর নাগরিক ঐক্যের (মান্না) সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন।
বক্তব্য রাখেন কাজী বেলাল উদ্দিন, ইয়াসিন চৌধুরী লিটন, ইঞ্জি. বেলায়েত হোসেন, মো. কামরুল ইসলাম, ইঞ্জি. সেলিম, মো. জানে আলম, মনোয়ারা বেগম মনি, জেলী চৌধুরী, ডা. এস এম সরওয়ার আলম, মো. ইদ্রিস আলী, এম মনজুর উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, মাহমুদা আক্তার লিটা, ডা. আব্বাস উদ্দীন, ডা. কাজী মাহবুব আলম প্রমুখ। বিজ্ঞপ্তি