বিপ্লবী সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ফাঁসি দিবস পালিত

13

বিপ্লবী নেতা তারকেশ্বর দস্তিদার’র বাড়ি বোয়ালখালীর সারোয়াতলী গ্রামে বিপ্লবী মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদার’র ৯০তম ফাঁসি দিবস উপলক্ষে এক পথসভা বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে ২৮ জানুয়ারি বিকালে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মনোরঞ্জন চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিপ্লবী পরিবারের সদস্য প্রবীর দাশগুপ্ত নন্তু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিদীপ চৌধুরী, টিটু চৌধুরী, সুভাষ চৌধুরী, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মনা, নিলু চৌধুরী প্রমুখ।
পথ সভায় বক্তারা বলেন, সমাজ থেকে অন্যায় অত্যাচার দূরীভূত করতে হলে ব্রিটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। বিট্রিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে একই সূত্রে গাঁথা। বিপ্লবীদের পথ ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে সশস্ত্র রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমাদেরকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ উপহার দিয়ে যান।