বিপিএলে ফিক্সিংয়ের গন্ধ

30

এক নো বল ঘিরেই যত সন্দেহ। চলমান বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেট থান্ডারের ক্রিশমার সান্টোকি বিশাল এক নো বল দেন। তার আগের ওয়াইড বলটিও ছিল সন্দেহজনক। ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি পেসারের এমন কান্ডে অনেকেই স্পট ফিক্সিংয়ের গন্ধ পাচ্ছেন।
সিলেটের পরিচালক তানজিল চৌধুরীও প্রশ্ন তুলেছেন। ইতিমধ্যে তিনি সান্টোকির বিষয়টি নিয়ে বিসিবিকে তদন্ত করার অনুরোধ করেছেন।
এ দিকে সান্টোকির বিষয়টি নিয়ে জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘দুর্নীতি বিরোধী যে কোনো ব্যাপারই অভ্যন্তরীণভাবে সামলানো হয়। তাই এ ব্যাপারে মন্তব্য করা ঠিক না। প্রতিটি বিপিএল দলের সঙ্গেই আকসুর কর্মকর্তা দেওয়া হয়েছে।’
মাঠের ফলাফলও ভালো হচ্ছে না সিলেটের। পরপর দুই ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রাজশাহী রয়্যালসের বিপক্ষে হেরেছে সিলেট। প্রথম ম্যাচে সন্দেহের জন্ম দেওয়া সেই সান্টোকি রাজশাহীর বিপক্ষেও ২২ গজে ছিলেন। তবে বল হাতে আলো ছড়াতে পারেননি। ১ ওভার বল করে ১৫ রান দিয়ে ছিলেন উইকেটশূণ্য।