বিপর্যয়ের মুখে ব্রাজিলের হাসপাতাল হুমকিতে স্বাস্থ্য ব্যবস্থা

39

করোনা মহামারির কারণে ব্রাজিলের বড় বড় শহরের হাসপাতালগুলো রোগীর চাপে বিপর্যয়ের দ্বারপ্রান্তে রয়েছে বলে সতর্ক করেছে দেশটির ফিয়োক্রুজ ইনস্টিটিউট। রিও ডি জেনেরিও ভিত্তিক ওই সংস্থা বলছে, এই পরিস্থিতি ব্রাজিলের স্বাস্থ্য ব্যবস্থাকে হুমকির মুখে ঠেলে দিতে পারে। ফিয়োক্রুজ ইনস্টিটিউ-এর দেওয়া হিসাব অনুযায়ী, ব্রাজিলে ২৭টি রাজ্যের ২৫টির রাজধানীতে ৮০ শতাংশের বেশি নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) বেড পূর্ণ হয়ে গেছে। রিও ডি জেনেরিও, ব্রাসিলিয়া এবং সাও পাওলোসহ ১৫ টি রাজ্যের আইসিইউ ৯০ শতাংশ পূর্ণ হয়ে গেছে। আর পোর্তো আলেগ্রে এবং ক্যাম্পো গ্র্যান্ডে এই দু’টি শহরের আইসিইউগুলোর ধারণ ক্ষমতা ছাড়িয়ে গেছে। প্রতিবেদনে সতর্ক করে দিয়ে বলা হয়, এই অবস্থা ব্রাজিলের স্বাস্থ্য ব্যবস্থা যে হুমকির মুখে তার ইঙ্গিত দেয়। এছাড়া করোনা মোকাবেলায় শারীরিক ও সামাজিক দূরত্বসহ মাস্ক পরা ও স্বাস্থ্য সুরক্ষার পদক্ষেপ আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়। বিবিসির খবরে বলা হয়, মঙ্গলবার ব্রাজিলে করোনায় ১ হাজার ৯৭২ জনের মৃত্যু হয়েছে। যা দেশটিতে দৈনিক মৃত্যুতে রেকর্ড। এছাড়া দেশটিতে এখন পর্যন্ত দুই লাখ ৬৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ১১ মিলিয়ন করোনা রোগী।