‘বিপদে মানুষের প্রকৃত পরিচয় পাওয়া যায়’

12

লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের প্রথম ভাইস গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী বলেছেন, মানুষের প্রকৃত পরিচয় পাওয়া যায় বিপদের সময়। এটি মনুষের চিরাচরিত, প্রকৃতিগত স্বভাব। প্রত্যেক ধর্মেও মানুষের জন্য মানুষকেই এগিয়ে আসার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। তিনি গত সোমবার সকালে লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির উদ্যোগে ব্রেকফাস্ট ফর স্ট্রিট হাঙ্গার প্রকল্পের তৃতীয় পর্যায়ের বিতরণ কার্যক্রমে এ অভিমত ব্যক্ত করেন। ক্লাব প্রেসিডেন্ট লায়ন কাশেম শাহ’র সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, লায়ন্স জেলার সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন মোহাম্মদ আলী চৌধুরী, লিও ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ জাহেদ, প্রাক্তন প্রেসিডেন্ট লিও সীমান্ত বড়ুয়া, জয়েন্ট সেক্রেটারি লিও আরাফাত ইসলাম, টেইল টুইস্টার লিও ওমর হায়দার সহ লিও নেতৃবৃন্দ। লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির প্রজেক্ট ‘ব্রেকফাস্ট ফর স্ট্রিট হাঙ্গার’ প্রকল্পের প্রথম পর্যায়ে ১২ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সড়কে রাতযাপনকারীদের মাঝে সকালের নাস্তা বিতরণ করা হয়। তৃতীয় পর্যায়ের কর্মসূচি ১ আগস্ট শুরু হয়ে লকডাউন চলা পর্যন্ত অব্যাহত থাকবে।