বিনামূল্যে বিউটিফিকেশন কোর্সের সনদ বিতরণ

217

কর্ণফুলী জোনের ২৩টি রোটারী ক্লাব (রোটারী ক্লাব অব এনসেন্ট চিটাগাং এরিসটোক্রেট, বে-ভিউ, বেঙ্গল সিটি, কমার্সিয়াল সিটি, কসমোপলিটন, সিটি, এলিট, ইষ্ট, এলিগেন্স, চিটাগাং হারবার, চিটাগাং হিল সিটি, চিটাগাং হিল টাউন, হেরিটেজ, লেক ভিউ, মেট্রোপলিটন চিটাগাং, মহানগর, মেরিন সিটি, নর্থ, ওশান বøু, পাইওনিয়ার, রোজ গার্ডেন এবং সাগরিকা) এর যৌথ উদ্যোগে রোটারি বৎসরের ২০১৯-২০ এর সার্ভিস প্রজেক্টের আওতায় ৯ই ডিসেম্বর ২০১৯ বিকাল ৪ ঘটিকায় বিনামূল্যে মহিলাদের মাসব্যাপী বিউটিফিকেশন ট্রেনিং শেষে তাদের মাঝে সনদ বিতরণ অনুষ্টান চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। নারীদের আত্মনির্ভরশীল করার প্রত্যয়ে ৪৫ জন মহিলাকে বিনামূল্যে মাসব্যাপী বিউটিফিকেশন কোর্স প্রশিক্ষণ সমাপনীতে সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাষ্ট ডিষ্ট্রিক্ট গভর্ণর প্রফেসর ড. তৈয়ব চৌধুরী।
তিনি বলেন, এটি একটি মহৎ উদ্যোগ। সাধারণ মানুষদের জন্য নিঃস্বার্থভাবে রোটারিয়ানরা এগিয়ে এসেছে যা অন্যদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি আরো বলেন, রোটারীর প্রধান কাজ হলো আর্ত মানবতায় সেবায় এগিয়ে আসা। এই প্রশিক্ষণের মাধ্যমে মহিলারা কাজ করার বাস্তব অভিজ্ঞতা লাভ করেছেন এবং নিজেদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এই ট্রেনিং সহায়ক ভ‚মিকা পালন করবে। কর্ণফুলী জোনের ২৩টি ক্লাবের প্রেসিডেন্ট যথাক্রমে রোটারী ক্লাব অব এনসেন্ট চিটাগাং এর প্রেসিডেন্ট রোটারিয়ান অরবিন্দ চৌধুরী, এরিসটোক্রেট এর রোটারিয়ান ইঞ্জিঃ মিজানুর রহমান, চিটাগাং বে-ভিউ এর রোটারিয়ান ডাঃ শহীদুল্লাহ কায়সার, বেঙ্গল সিটির রোটারিয়ান এডভোকেট জসীম উদ্দিন, কমার্সিয়াল সিটির রোটারিয়ান শাহীন আলম সরকার, কসমোপলিটন এর রোটারিয়ান জাহেদ উদ্দিন আকতার, সিটি-র রোটারিয়ান এডভোকেট জহির উদ্দিন মাহমুদ, এলিটস এর রোটারিয়ান আমিনুল হক বাবু, এলিগেন্স এর রোটারিয়ান তবারক হোসেন চৌধুরী, হারবার এর রোটারিয়ান নাইম উদ্দিন, হিল সিটির রোটারিয়ান এডভোকেট আয়েশা আকতার সানজি, হিল টাউন এর রোটারিয়ান দেবদুলাল ভৌমিক, হেরিটেজ এর রোটারিয়ান মোঃ মাঈন উদ্দিন রতন, লেক ভিউ এর রোটারিয়ান ফেরদৌস আরা বেগম, মেট্রোপলিটন এর রোটারিয়ান মোঃ ফরিদুল আলম, মহানগর এর রোটারিয়ান মোঃ ইমরান শাক্য, মেরিন সিটির রোটারিয়ান ক্যাপ্টেন ফয়সাল আজিম, নর্থ এর প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ আবদুল খালেক, ওশান বøু এর প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ নাসির উদ্দিন, পাইওনিয়ার এর রোটারিয়ান সুদীপ কুমার চন্দ, রোজ গার্ডেন এর রোটারিয়ান শায়লা মাহমুদ এবং সাগরিকার রোটারিয়ান ফয়েজুল কবির চৌধুরী, এ্যাসিষ্টেন্ট গভর্ণর, ডেপুটি গভর্ণর, ডিষ্ট্রিক্ট নেতৃবৃন্দ সহ সকলের সর্বাত্মক সহযোগীতায় প্রশিক্ষণ কোর্সটি সফলভাবে সম্পন্ন হয় । সমাপনী বক্তব্য রাখেন ডায়াবেটিক হাসপাতালের পক্ষ থেকে ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান পিপি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী। অনুষ্ঠান শেষে প্রশিক্সাণার্থীদের সনদ এবং প্রশিক্ষক ও প্রধান অতিথিকে ক্রেষ্ট প্রদান করেন ২৩টি ক্লাবের প্রেসিডেন্টবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারী ক্লাব অব চিটাগাং ইষ্ট এর প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ সুমন রহমান চৌধুরী। মাস ব্যাপী বিউটিফিকেশন কোর্সে প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন অনন্য সুবাহা। বিজ্ঞপ্তি