বিনামূল্যে করোনা টিকা নিবন্ধন

5

 

লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রাল ও লিও ক্লাব অব চিটাগং সেন্ট্রালের উদ্যোগে লায়ন্স জেলা ৩১৫ বি-৪, বাংলাদেশ এর জেলা গভর্ণর লায়ন আল সাদাত দোভাষ এর মানবতায় মানবসেবায় ডাককে সফল করতে করোনাভাইরাস (কোভিড-১৯) টিকার বিনামূল্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম সমূহ চট্টগ্রামের জিইসি মোড়স্থ হোটেল মেরিডিয়ান এর সামনে, হিলভিউ পাবলিক স্কুল ও লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের স্থায়ী প্রকল্প লায়ন্স ফ্রি ফ্রাইডে ক্লিনিক শেরশাহ বাংলাবাজার- এই তিনটি পৃথক স্থানে উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি-৪, বাংলাদেশ এর ১ম ভাইস জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন জেলা কেবিনেট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু। এতে আরও উপস্থিত ছিলেন জিএমটি ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর লায়ন হাসান মাহমুদ চৌধুরী, জেলা জয়েন্ট ট্রেজারার লায়ন মোহাম্মদ শফিকুল ইসলাম, লায়ন কামাল পাশা, লায়ন কোহিনুর কামাল, লায়ন মোহাম্মদ মুসা, ক্লাব সেক্রেটারী লায়ন এস. এম. জুবায়ের, ক্লাব ট্রেজারার লায়ন জুনায়েত রহমান রিফাত, লায়ন তানভীর, লিও দিপ্ত দে, লিও ডালিম সাহা, লিও জায়েদ হোসেন, লিও মোজাহের, লিও সাইমন, লিও রায়হান, লিও সুব্রত পল, লিও সামিহা, হিলভিউ ক্লাব এর সদস্যবৃন্দ সহ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লায়ন শেখ শামসুদ্দিন আহমদ সিদ্দিকী বলেন, সবার টিকা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে অনেক দেশ থেকে কয়েক লাখ টিকা এসে পৌঁছেছে। আরও টিকা আনার কাজ চলমান রয়েছে। শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ায় করোনাকে প্রতিরোধ করতে পারছেন অনেক টিকা গ্রহীতা। করোনাভাইরাস সম্পর্কে মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। রেজিস্ট্রেশন কেন্দ্রে প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।