বিনামূল্যের ভ্যাকসিন নিয়ে নিরাপদে থাকুন

12

 

জননেত্রী শেখ হাসিনার পক্ষে চট্টগ্রাম মহানগরের মোহরা ৫নম্বর ওয়ার্ড কার্যালয় প্রাঙ্গণে ৫ আগস্ট বিকেলে কর্মহারা, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন ব্যবস্থাপনায় খাদ্যসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম-০৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। আলহাজ শামসুল হক ফউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণী সভায় মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেন, লকডাউনের সাধারণ ছুটিতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর কল্যাণে শেখ হাসিনার সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। মহামারী করোনায় কর্মহীন, অসহায় ও ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দারিয়েছে শেখ হাসিনা সরকার এবং তাদের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। কর্মহীন মানুষ যাতে খাদ্য সংকটে না পড়েন সে দিকে লক্ষ রেখে ধারাবাহিকভাবে বিভিন্ন প্ররোদনা দিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের আমলে উন্নয়নের পাশাপাশি দরিদ্রতার হারও কমে এসেছে। তিনি আরো বলেন, মহামারি করোনা পরিস্থিতি থেকে নিজে, পরিবার ও দেশকে রক্ষা করতে হলে সরকারের নির্দেশনা মেনে চলতে হবে এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দেওয়া বিনামূল্যে ভ্যাকসিন গ্রহণ করে নিরাপদ থাকুন। তিনি অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার আহবান জানান। তিনি করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সহায়তায় বিত্তশালীদেরও এগিয়ে আসার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন, বিজিএসইএ সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, ৫নং মোহরা ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন, জাফর আহম্মদ, এস এম আনোয়ার মীর্জা, নুরুল ইসলঅম, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো: হানিফ খান, আবুল হাশেম, এসকান্দর, আজম খান, শফিকুর রহমান, সাইফুদ্দিন, নঈম উদ্দিন খান, জসিম উদ্দিন, তসলিম উদ্দিন, মো: কফিল উদ্দিন, মো: সরওয়ার, মো: পারভেজ, মো: আজম, জসিম উদ্দিন, নুর মোহাম্মদ, মো: ইমরান, আবুল কাশেম আরজু, মো: ইসহাক, মো: ফারুক, ছাত্রনেতা মো: মোস্তফা প্রমুখ।