বিনাভোটে চেয়ারম্যান ২৪ ভোটযুদ্ধে ৪৬ জন

17

রাহুল দাশ নয়ন

তৃতীয় ধাপে রাউজান, রাঙ্গুনিয়া ও হাটহাজারীর ৪০ ইউনিয়নে ভোট হওয়ার কথা ছিল আজ। কিন্তু রাউজানের ১৪ ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদের প্রার্থীরা বিনাভোটে জয়ী হওয়ায় সেখানে নির্বাচন হচ্ছে না। যে কারণে রাঙ্গুনিয়ার ১৩টি ও হাটহাজারীর ১৩টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে আজ। সেখানেও দশটি ইউপিতে বিনাভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সবমিলিয়ে তিন উপজেলায় চেয়ারম্যান পদে ২৪ জন, সাধারণ সদস্য পদে ১৩৫ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৫০ জন প্রার্থী বিনাভোটে জয়ী হয়েছেন। আজকে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৬ জন, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে ১১০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন পূর্বদেশকে বলেন, ‘রাঙ্গুনিয়ার লালানগর ও হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নে ইভিএমে ভোট হবে। বাকিগুলোতে ভোটের দিন সকালে ব্যালট পাঠানো হবে। ইতোমধ্যে সকল ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ভোটগ্রহণকারী কর্মকর্তারা পৌঁছে গেছেন। এখনো ভোটের মাঠ শান্ত আছে। সুষ্ঠূ ও শান্তিপূর্ণ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচনী নিরাপত্তায় দায়িত্বপালনকারী সকল কর্মকর্তা সজাগ আছেন।’
নির্বাচন অফিস সূত্র জানায়, হাটহাজারীতে চেয়ারম্যান পদে ৩৬ জন, সংরক্ষিত সদস্য পদে ৯২ জন, সাধারণ সদস্য পদে ৪৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হাটহাজারীর ১৩ ইউনিয়নের ১২২টি ভোটেকেন্দ্রের ৬৩৩টি কক্ষে দুই লাখ ৫৬ হাজার ৯৯৩ জন ভোটার আছেন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৩১ হাজার ৯১৪ জন ও মহিলা ভোটার এক লাখ ২৫ হাজার ৭৯ জন। রাঙ্গুনিয়ায় চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত সদস্য পদে ১২২ জন, সাধারণ সদস্য পদে ৪১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।সেখানে ১৩ ইউনিয়নের ১১৮টি ভোটকেন্দ্রের ৫৯৪ কক্ষে দুই লাখ ১২ হাজার ৪৩৭ জন ভোটার আছেন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ২৭ জন ও নারী ভোটার এক লাখ ৪১০ জন। হাটহাজারী ও রাঙ্গুনিয়ায় ভোটগ্রহণে নিয়োজিত থাকবেন তিন হাজার ৩২১ জন ভোটগ্রহণকারী কর্মকর্তা। এরমধ্যে প্রিজাইডিং কর্মকর্তা ২৪০ জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এক হাজার ২২৭ জন ও পোলিং কর্মকর্তা দুই হাজার ৪৫৪ জন দায়িত্ব পালন করবেন।
জানা যায়, হাটহাজারীর উত্তর মার্দাশায় আওয়ামী লীগের নৌকা প্রতীকে মোহাম্মদ শাহেদুল আলম, আনারস প্রতীকে কাজী মোহাম্মদ মহসীন, মটরসাইকেল প্রতীকে মো. জাকের হোসেন, অটোরিকশা প্রতীকে মো. রফিকুল ইসলাম, গড়দুয়ারায় নৌকা প্রতীকে মুহাম্মদ সরওয়ার মোর্শেদ তালুকদার, আনারস প্রতীকে আব্দুল মাবুদ, অটোরিকশা প্রতীকে এনামুল হক, চিকনদন্ডীতে নৌকা প্রতীকে হাসান জামান বাচ্চু, হাতপাখা প্রতীকে মো. জাবেদ, চশমা প্রতীকে জহরুল আলম, আনারস প্রতীকে কাজী মোহাম্মদ আলমগীর, মটরসাইকেল প্রতীকে আহমদ নূর, ছিপাতলীতে নৌকা প্রতীকে মোহাম্মদ নুরুল আবেদীন, আনারস প্রতীকে মোহাম্মদ নুরুল আহসান। দক্ষিণ মাদার্শায় নৌকা প্রতীকে মোহাম্মদ সরওয়ার, অটোরিকশা প্রতীকে মোহাম্মদ আবদুল মজিদ, চশমা প্রতীকে মোহাম্মদ আখতার হোসেন, আনারস প্রতীকে আবুল হোসেন, ধলই ইউনিয়নে নৌকা প্রতীকে মোহাম্মদ শাহ নেওয়াজ হোসেন চৌধুরী, আনারস প্রতীকে আবুল মনছুর, মোটরসাইকেল প্রতীকে মোহা. হারুন অর রশীদ, হাতপাখা প্রতীকে মো. জানে আলম চৌধুরী, নাঙ্গলমোড়ায় নৌকা হুমায়ুন কবীর, ঘোড়া প্রতীকে মোহাম্মদ সিরাজুল হক, আনারস প্রতীকে মোহাম্মদ হারুনুর রশিদ, ফতেপুরে নৌকা প্রতীকে মো. জয়নুল আবেদীন, আনারস প্রতীকে মোহাম্মদ জাকের হোসেন, বুড়িশ্চরে নৌকা প্রতীকে এম. বেলাল উদ্দীন, আনারস প্রতীকে মোহাম্মদ জাহেদ হোসাইন, চশমা প্রতীকে মোহাম্মদ রফিক, মির্জাপুরে নৌকা প্রতীকে মো. আকতার হোসেন খাঁন, আনারস প্রতীকে মো. এনাম উদ্দীন তালুকদার, অটোরিকশা প্রতীকে মোহাম্মদ রহিম উদ্দিন চৌধুরী, শিকারপুরে নৌকা প্রতীকে মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী, টেলিফোন প্রতীকে মো. আকবর আলী ও আনারস প্রতীকে মো. আবদুল খালেক একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাঙ্গুনিয়ার লালানগরে নৌকা প্রতীকে মীর তৌহিদুল ইসলাম, আনারস প্রতীকে মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, হোছনাবাদে নৌকা প্রতীকে মো. দানু মিয়া, আনারস প্রতীকের মির্জা জসিম উদ্দিন, ইসলামপুরে নৌকা প্রতীকের প্রার্থী মো. সিরাজ উদ্দিন চৌধুরী, আনারস প্রতীকে মো. সিরাজ উদ্দৌলা তালুকদার, দক্ষিণ রাজানগরে নৌকা প্রতীকের প্রার্থী আহমদ সৈয়দ তালুকদার, আনারস প্রতীকে মোহাম্মদ এনামুল হক, বেতাগীতে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নুর কুতুবুল আলম ও আনারস প্রতীকে শফিউল আলম একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইতোমধ্যে রাউজানে ১৪ জন, হাটহাজারীতে দুইজন ও রাঙ্গুনিয়ায় ৮ জন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। এরা হলেন- রাউজানে হলদিয়ায় মো. শফিকুল ইসলাম, ডাবুয়ায় আবদুর রহমান চৌধুরী, চিকদাইরে প্রিয়তোষ চৌধুরী, গহিরায় নুরুল আবছার, বিনাজুরিতে রবীন্দ্র লাল চৌধুরী, রাউজানে বিএম জসিম উদ্দিন, কদলপুরে নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, পাহাড়তলীতে মো. রোকন উদ্দীন, পূর্ব গুজরায় আব্বাস উদ্দীন আহমেদ, পশ্চিম গুজরায় সাহাবুদ্দিন আরিফ, উরকিরচরে সৈয়দ আবদুল জব্বার সোহেল, নোয়াপাড়ায় মোহাম্মদ বাবুল মিয়া, বাগোয়ানে ভুপেশ বড়ুয়া, নোয়াজিষপুরে মোহাং সরোয়ার্দী, রাঙ্গুনিয়ার সরফভাটায় শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, পদুয়ায় মুহাম্মদ আবু জাফর, পোমরায় জহির আহমদ চৌধুরী, চন্দ্রঘোনা-কদমতলীতে মোহাম্মদ ইদ্রিস আজগর, শিলকে মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার, পারুয়ায় মো. একতেয়ার হোসেন, কোদালায় মো. আবদুল কাইয়ুম, রাজানগরে শামসুল আলম তালুকদার, হাটহাজারীর গুমানমর্দনে মো. মুজিবুর রহমান ও মেখলে মোহাম্মদ সালাউদ্দীন।

ভোটের মাঠে ৯ নির্বাহী ম্যাজিস্ট্রেট : ২৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পাশাপাশি রাঙ্গুনিয়া ও হাটহাজারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মাঠে থাকবেন জেলা প্রশাসনের ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাঙ্গুনিয়া উপজেলার দায়িত্বে থাকবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরা হলেন- নাঈমা ইসলাম, এসএমএন জামিউল হিকমা, মাসুদ রানা এবং পিযুষ কুমার চৌধুরী। হাটহাজারী উপজেলায় নিয়োজিত থাকবেন ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরা হলেন- আশরাফুল হাসান, মামনুন আহমেদ অনীক, রাজীব হোসেন, আশরাফুল আলম এবং গালিব চৌধুরী।