বিধিনিষেধ না মানায় তিনজনের সাজা উখিয়ায়

4

লকডাউন অমান্য করায় উখিয়ায় টমটম চালকসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে প্রশাসন। গতকাল শনিবার এই সাজা দেয়া হয়। এদের মধ্যে এক টমটম চালককে ১ মাস এবং লকডাউন দেখতে আসা ২ ব্যক্তিকে ১৫ দিন করে কারাদন্ড দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমদ। সাজাপ্রাপ্তরা হলেন হলদিয়াপালং ইউনিয়নের হাতিরঘোনা এলাকার ওলা মিয়ার ছেলে বশির মিস্ত্রি (৩৫), রাজাপালং ইউনিয়নের সিকদারবিল এলাকার সোলতান আহমদের ছেলে ওসমান সরওয়ার (৩৩) ও রত্নাপালং ইউনিয়নের খোন্দকার পাড়ার ইয়াছিনের ছেলে শফিউল করিম (২১)।
করোনা সংক্রমন রোধে চলছে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ (লকডাউন)। সারাদেশের ন্যায় এই কঠোর লকডাউনের তৃতীয় দিনেও মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাবসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনী। এসময় মাস্কবিহীন লোকজনের মাঝে মাস্ক বিতরণ করার পাশাপাশি তাদের সচেতন করা হয়। তাছাড়া যে সকল মানুষ লকডাউন অমান্য করে বাইরে বের হয়েছেন তাদের মামলার মাধ্যমে জরিমানার আওতায় আনে প্রশাসন।
এদিকে শনিবার দুপুরে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ও পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের নেতৃত্বে জেলা এবং পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা লকডাউন বাস্তবায়নে উখিয়ার বিভিন্ন স্টেশন পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ, সেনা বাহিনীর মেজর আরিফ, বিজিবির উপ অধিনায়ক ইয়ার হোসেন, উখিয়া সহকারি কমিশনার (ভূমি) মো. তাজউদ্দীন ও স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।