বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে প্রশাসনের সঙ্গে ব্যবসায়ীদের আলোচনা সভা

2

মানিকছড়ি প্রতিনিধি

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রাত ৮ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে কড়াকড়ি নিশ্চিত করতে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বিভিন্ন হাটবাজারের ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দকে নিয়ে সভা করেছে উপজেলা প্রশাসন। গত ২৮ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার বিভিন্ন হাটবাজার পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশব্যাপি বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর নির্দেশিত দোকানপাট বন্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনা যথাযথ বাস্তবায়নে ব্যবসায়ীদের সহযোগিতা চাওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী মো. জিয়া উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. আবদুর রহিম, থানা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, মানিকছড়ি বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, তিনটহরী বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান, গচ্ছাবিল বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. গোলাম হোসেন, তিনটহরী গুচ্ছগ্রাম বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. তৌহিদুল, ডাইনছড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. নেয়াজ আলী, সাধারণ সম্পাদক মো. আবদুল হামিদ,বাটনাতলী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নূর নবী পাটোয়ারী প্রমুখ।