বিদ্যুৎ উৎপাদনে এগিয়ে গেলো বেসরকারি খাত

2

বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি অংশীদারিত্ব বেড়েছে। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, এর আগে সবসময় সরকারি অংশীদারিত্ব বেশি থাকলেও এবার বেসরকারি অংশীদারিত্ব সরকারি অংশকে ছাড়িয়ে গেছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব বলছে, এখন আমদানিসহ দেশের মোট বিদ্যুৎকেন্দ্রের ক্ষমতা ২২ হাজার ৩১ মেগাওয়াট। এরমধ্যে সরকারি বিদ্যুৎকেন্দ্র উৎপাদন করছে ৪৬ ভাগ (১০ হাজার ১৪৬ মেগাওয়াট)।
সরাসরি দেশীয় উদ্যোক্তাদের বেসরকারি বিদ্যুৎকেন্দ্র রয়েছে ৪৩ ভাগ (৯ হাজার ৪৮১ মেগাওয়াট)। এর বাইরে যৌথ উদ্যোগের বিদ্যুৎকেন্দ্র রয়েছে ৬ ভাগ (১ হাজার ২৪৪ মেগাওয়াট)। ওই যৌথ কেন্দ্রের অর্ধেক মালিকানাও সরকারের। বাকি অর্ধেক বিদেশের। এই হিসাবে আরও তিনভাগ বেসরকারি খাতেই পড়ে।
আবার সরকার ভারত থেকেও ১ হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে, যা মোট বিদ্যুৎ উৎপাদনের ৫ ভাগ। অর্থাৎ এটিও সরাসরি সরকারের মালিকানায় নেই। এসব হিসাবে বিদ্যুৎ উৎপাদনে সরকারি অংশীদারিত্ব ৪৯ ভাগ ও বেসরকারি ৫১ ভাগ। এর আগে বেসরকারি অংশীদারিত্ব সবসময় ৪০ ভগের নিচেই ছিল।
বিদ্যুৎ খাতের পরিকল্পনায় দেখা যায়, এখন ৩২টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন। এরমধ্যে সরকারি ১১টি কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হবে ৪ হাজার ৩৩৮ মেগাওয়াট। বেসরকারি ১৮টি কেন্দ্রের ক্ষমতা হবে ৪ হাজার ৮৯৮ মেগাওয়াট। খবর বাংলাট্রিবিউন’র