বিদ্যুৎস্পৃষ্টে পটিয়ায় শিশুর মৃত্যু আনোয়ারায় আহত ১

2

পটিয়া ও আনোয়ারা প্রতিনিধি

গোলাপ জাম ফল কুড়ানো হল না মাহির। বাড়ির পাশে গোলাপ জাম কুড়াতে গিয়ে ছেঁড়া বৈদ্যুতিক তারে লেগে সামিউল ইসলাম মাহি (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে পটিয়ায় এ ঘটনা ঘটে। সে পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল এলাকার আইন উদ্দীনের বাড়ির বাসিন্দা নুরুল ইসলাম ও মুন্নী আকতার দম্পতির বড় পুত্র এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। জানা যায়, একই এলাকার প্রতিবেশির বাড়িতে গোলাপ জাম কুড়াতে গিয়ে চলাচলের পথে একটি ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে যায় শিশু সামিউল ইসলাম। নিহতের মামা তৌহিদুল ইসলাম জানান, পার্শবর্তী বাড়িতে গোলাপ জাম কুড়াতে গিয়ে সে বৈদ্যুতিক তারে লেগে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। সামিউলকে মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। এরপর তাকে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আনোয়ারা :
আনোয়ারা উপজেলার কালাবিবির দীঘির মোড়ে ডিসের লাইন মেরামত করতে গিয়ে শহীদ (২৫) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়েছেন। গতকাল সন্ধ্যা ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত শহীদের বাড়ী বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে। বিদ্যুৎস্পৃষ্টে শহীদের শরীরের পেট, হাঁটুসহ বিভিন্ন স্থানে ঝলসে যায়। দুর্ঘটনার পরপরই আহত শহীদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আনোয়ারায় ছয় লেন সড়কের চলমান কাজের সুবিধার জন্য সড়ক থেকে পুরাতন বিদ্যুতের খুঁটি সরিয়ে নিচ্ছে বিদ্যুৎ বিভাগ। ফলে এসব পুরাতন খুঁটির সাথে থাকা বিভিন্ন কোম্পানির ডিসের তারগুলো সরিয়ে নিতে কাজ করছে কোম্পানির লোকজন। গতকাল সন্ধ্যায় কালাবিবির দীঘির মোড়ের মক্কা হোটেলের সামনে খুঁটিতে উঠে কাজ করছিলেন ডিস কর্মচারী শহীদ। এসময় হঠাৎ বিকট শব্দে আওয়াজ হয়ে আগুন জ্বলে উঠে। মুহূর্তেই কর্মচারী শহীদ খুঁটির সাথে ঝুলতে থাকে। এসময় বিদ্যুৎও চলে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রেজওয়ানা আহমেদ বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিদ্যুৎস্পৃষ্ট একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ঝলসে গেছে। তবে এগুলো বেশি গভীর নয়। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চমেক হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মো. হাছান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে যায়। ওয়াইফাই লাইনের কাজ করতে গিয়ে এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে জানা যায়।