বিদ্যালয়ে বই বিতরণ

95

 

উত্তর কাট্টলী হাজী দাউদ আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় :
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে নতুন বছরের প্রথম দিনে প্রাক-প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর ও নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সরকার প্রদত্ত বিনামূল্যে বই বিতরণ উৎসব উপলক্ষে করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে নগরীর পাহাড়তলী থানা শিক্ষা অফিসের অন্তর্গত উত্তর কাট্টলী হাজী দাউদ আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের আহব্বায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী ফেরদৌস জাহান, সহকারী শিক্ষক রুবিনা রহমান, রোকসানা বেগম, ত্রিদিপ চৌধুরী, নাসিমা আক্তার পারভীন, সিনজাত আরা খানম, সখিনা ফাতেমী, রওশন আরা বেগম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু কোমলমতি ছাত্র-ছাত্রীদের হাতে সরকার প্রদত্ত বিনামূল্যে নতুন বই বিতরণ করেন।
পেরেন্টস্ কেয়ার স্কুল এন্ড কলেজ :
নগরীর চকবাজারস্থ পেরেন্টস্ কেয়ার স্কুল এন্ড কলেজে বই বিতরণ উৎসব স্কুল ও কলেজের অডিটরিয়ামে এক আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ১ জানুয়ারি শুক্রবার সকাল দশটায় অধ্যক্ষ জোহরা আবজুন শিউলির সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্স এর মাধ্যমে (ভার্চুয়াল) প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন ও পেরেন্টস কেয়ার স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান অধ্যক্ষ ডা. আবদুল করিম। বিশেষ অতিথি ছিলেন স্কুলের এডমিনো ডা. এম এ ফজল। ভার্চুয়ালি প্রধান অতিথি বলেন সমগ্র জাতিকে নিরক্ষরমুক্ত করতে বিনামূল্যে বই বিতরণের কর্মসূচি সরকারের একটি যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্ত। আগামীতেও এ ধারা যেন অটুট থাকে। আলোচনা সভায় অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ সানন্দে সরকারের নির্দেশানুযায়ী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। উচ্ছ্বশিত শিক্ষার্থীরা বৎসরের প্রথম দিনেই বই পেয়ে আনন্দে মেতে উঠে। কোমলমতি শিক্ষার্থীরা বই পেয়ে উৎফুল হবার দৃশ্য দেখে উপস্থিত অভিভাবকবৃন্দ অভিভুত হন। শিক্ষক জাবেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রেভা রাণী দাশ, এনামুল হক, আয়েশা আমান, উমা পাল, নাজনীন আক্তার, কলিম উলাহ রাহাত, আনিসুল ইসলাম, শান্তা দাশ প্রমুখ।

মমতা স্কুল এন্ড কলেজ :
১লা জানুয়ারী নগরীর আকমল আলী রোডস্থ মমতা স্কুল এন্ড কলেজে উৎসবমুখর বই বিতরন অনুষ্ঠিত হয়। বই বিতরন অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার। উপস্থিত ছিলেন মমতা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সাহানা বেগম, সহকারী প্রধান শিক্ষক এসএম আজাদ চৌধুরীসহ সকল শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। এরপর ১ম থেকে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরন করা হয়। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।