বিদেশ ফেরত প্রবাসীদের ইউএনও’র থ্যাংকস লেটার

30

হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের বাসিন্দা সালেহ আহাম্মদ চৌধুরী। বয়স তার ষাট ছুই ছুই। চার মাস আগে নিজের মেয়ে ও নাতি-নাতনিদের দেখতে স্ত্রী লুৎফুন নেছাকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন ইউরোপের দেশ কানাডায়। ভ্রমণ শেষে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে গত ১৩ মার্চ দেশে ফিরেন। এরপর করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নিদের্শনা মেনে সস্ত্রীক চলে যান হোম কোয়ারেন্টাইনে। এরমধ্যে গত শনিবার রাতে এ দম্পতি পার করেছেন সরকার কর্তৃক নিদিষ্ট করে দেয়া ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার সময়সীমা। তাই গত ২৯ মার্চ হোম কোয়ারেন্টিন পালন করা সালেহ আহাম্মদ চৌধুরী দম্পতি পেয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন থ্যাংকস লেটার। শুধু এ দম্পতি নয়, সম্প্রতি দেশে ফিরে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন পালন করা ১৯০ জনকে সরকারি নির্দেশনা মানায় কৃতজ্ঞতা স্বরূপ থ্যাংকস লেটার পৌঁছে দিচ্ছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান এবং ইউপি সচিব ও সদস্যরা। এ বিষয়টি নিশ্চিত করে ইউএনও রুহুল আমিন জানান, উপজেলায় সম্প্রতি ৪৭৬ জন প্রবাসী বিদেশ থেকে ফিরে চলে যান হোম কোয়ারেন্টাইনে। তাদের মধ্যে ১৯০ জনের হোম কোয়ারেন্টিন পিরিয়ডের সময়সীমা শেষ হয়েছে। সরকারি নির্দেশনা মেনে হোম কোয়ারেন্টিন পালন করায় তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা থ্যাংকস লেটার দিচ্ছি। এদিকে হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান তাঁর ইউনিয়নের হোম কোয়ারান্টাইন নীতি মেনে চলায় উপহার সামগ্রী নিয়ে রেমিট্যান্স যোদ্ধাদের ঘরে গিয়ে ধন্যবাদ জানাচ্ছেন। তিনি প্রবাসীর আর্থ সামাজিক অবস্থা বিবেচনা করে গিফ্ট বক্স তৈরী করছেন, তার মধ্যে-সাবান, মাস্ক, সিভিট, টিস্যু বক্স, খাদ্য সামগ্রী উল্লেখযোগ্য। এতে ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মদ আবু তৈয়ব ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার এ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।