বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ বন্ধে নতুন সিদ্ধান্ত ঘোষণা যুক্তরাষ্ট্রের

25

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নতুন নিষেধাজ্ঞা প্রত্যাহারের এক সপ্তাহের মাথায় এ নিয়ে নতুন ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় অভিবাসন কর্মকর্তারা। তারা বলছেন, কেবলই অনলাইন-নির্ভর কোর্সে ভর্তির জন্য নতুন করে কোনও বিদেশি শিক্ষার্থীকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। অনেক বিশ্ববিদ্যালয়ই করোনা পরিস্থিতিতে তাদের সামগ্রিক ক্লাস-কার্যক্রমকে অনলাইনভিত্তিক করার চিন্তাভাবনা করছেন। যুক্তরাষ্ট্রের এই নতুন ঘোষণার কারণে সেসব কোর্সে ভর্তির সুযোগ পাবেন না নতুন কোনও বিদেশি শিক্ষার্থী। গত ৬ জুলাই প্রেসিডেন্টর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক ঘোষণায় বলা হয়, আসন্ন শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় শুধুমাত্র অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেসব বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের দেশটি ছেড়ে যেতে হবে। প্রশাসনের এই ঘোষণার বিরুদ্ধে মামলা দায়ের করে কয়েকটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর এক সপ্তাহের মাথায় নিজেদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় ট্রাম্প প্রশাসন।
আর এবার সেই সিদ্ধান্তেও বদল আনলো মার্কিন কর্তৃপক্ষ। কলেজ কর্মকর্তাদের কাছে পাঠানো এক মেমোতে শুক্রবার যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস বাস্তবায়ন বিভাগ জানিয়েছে, নতুন যেসব শিক্ষার্থী গত ৯ মার্চের মধ্যে ভর্তি হয়নি তারা পুরোপুরি অনলাইন নির্ভর কোনও বিষয়ে পড়ার জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন না।