বিদেশি ছাত্রীর মোবাইল ছিনতাইকালে চিৎকারে এগিয়ে এলেন পুলিশ

21

নিজস্ব প্রতিবেদক

নগরীর কোতোয়ালী থানাধীন বিআরটিসি সংলগ্ন ফলমন্ডি এলাকায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান’র দুই শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় মো. শরীফ (২২) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটেছে। শরীফ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার বলাগঞ্জ এলাকার মো. বাহারের ছেলে। টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা জানান, গতকাল শনিবার সকাল পৌনে ৯টার দিকে দায়িত্বরত ট্রাফিক-দক্ষিণ বিভাগের সার্জেন্ট সাইফুল ইসলাম পাটোয়ারী ছিনতাইকারীকে আটক করেন। তিনি জানান, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান’র দুই শিক্ষার্থী সকালে হাঁটতে বের হন। মোবাইলে কথা বলার সময় ফলমন্ডির সামনে তাদের গতিরোধ করে শরীফ। এরপর সে মোবাইল ছিনিয়ে নিলে শিক্ষার্থীরা চিৎকার দেন। এ সময় সেখানে দায়িত্বরত সার্জেন্ট সাইফুল ইসলাম পাটোয়ারী ধাওয়া করে ছিনতাইকৃত মোবাইলসহ ছিনতাইকারী শরীফকে আটক করে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
ছিনতাইকৃত মোবাইল ফেরত পেয়ে দুই শিক্ষার্থী ট্রাফিক-দক্ষিণ বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।