বিটিভিতে ‘হেমন্তে হিম হয়ে আসে’

24

বিজয়ের মাস ডিসেম্বরে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হতে যাচ্ছে রেজাউর রহমান ইজাজের রচনা ও আবু তৌহিদের প্রযোজনায় বিশেষ নাটক ‘হেমন্তে হিম হয়ে আসে’। শনিবার রাত ৯টায় নাটকটি প্রচারিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একাত্তরের যুদ্ধদিনের গল্পে নির্মিত নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, রোজী সিদ্দিকী, হাফিজুর রহমান সুরুজ, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, ফারহানা মিলি, রমিজ রাজু, আইনুন পুতুল, শামস আরেফিন প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, একাত্তরের মার্চের উত্তাল দিনে সরকারি এক দপ্তরের কর্তার ছেলে বাবু যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মায়ের জুনে ঢাকায় গেরিলা অপারেশনে যোগ দেয়। পাকবাহিনী গেরিলা আতঙ্কে ভুগতে থাকে। ডিসেম্বরের শুরুতেই রামপুরায় বিদ্যুৎকেন্দ্র উড়ে যায়। এই অপারেশনে সহযোদ্ধাদের সঙ্গে অংশ নেয় বাবু। অপারেশন শেষে বাড়িতে মায়ের সঙ্গে দেখা করতে আসে। খবর পেয়ে হাজির হয় পাকসেনারা। বাবুকে নিয়ে যায় তারা। তার আর ফেরা হয় না।