বিজয় মঞ্চে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা

15

মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে গতকাল সকাল ৯টায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় এক হাজার পাঁচশ শিক্ষার্থী চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেণু কুমার দে। দুপুর ১টায় চিত্রাংকন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রণব মিত্র চৌধুরী। প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ সন্তান স্কোয়াডের আহŸায়ক চট্টলবীর পুত্র বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, বিচারকের দায়িত্বে ছিলেন অধ্যাপক সৌমেন কান্তি দাশ, জাহেদ আলী চৌধুরী, মো. জসিম উদ্দিন, সহযোগি অধ্যাপক কাজল দেবনাথ, প্রভাষক রাসেল কান্তি দাশ, হ্লু বাই শু চৌধুরী। সার্বিক সহযোগীতায় ছিলেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী জহির রায়হান অভি, মো. আরিফুল ইসলাম, শিহাব শাহরিয়ার, গোপাল কৃষ্ণ রুদ্র, রাকেশ কুমার, প্রিয়াস বিশ^াস, বুশরা আমিন মুমু, শারিবা তাসনিম প্রিয়া, মায়শা শাবরিন। প্রতিযোগিতায় ‘ক’ গ্রæপে ১ম স্থান অধিকার করেছে অপূর্ব দেব, ২য় স্থান এস এম মাহবুব আলম, ৩য় স্থান দেবদীপ দত্ত, উৎসাহ পুরস্কারের জন্য নির্বাচিত হন জারিন মেহজাবিন, নুরে তাসনিম, আহনাফ আবিদ নাফিস, তাওহীদা তাসনীম, পার্থিব দাশ, প্রযুক্তা চক্রবর্তী, জুমাহাদ। ‘খ’ গ্রæপে ১ম স্থান অধিকার করেন সামিয়া ইসলাম ন্যান্সি, ২য় স্থান হামীম সারতাজ আনওয়া, ৩য় স্থান জান্নাতুল ফেরদৌস শান্তা, উৎসাহ পুরস্কারের জন্য নির্বাচিত হন প্রিমেল চক্রবর্ত্তী, প্রাঞ্জল দাশ, দ্বীপ ভৌমিক, মির্জা হাসনাঈন গালিব, কোয়েল দাশ, অপ্সরা দে, আসাদুল্লাহ ফারহান। ‘গ’ গ্রæপে ১ম স্থান অধিকার করেন সিলভিয়া আবিদ, ২য় স্থান আইরিন আকতার, ৩য় স্থান অংশুল সাহা, উৎসাহ পুরস্কারের জন্য নির্বাচিত হন দীপ্ত আচার্য্য, পায়েল দাশ, নুরে জান্নাত, সৃজিতা বৈষ্ণব, অনন্যা চৌধুরী, প্রদীপ্ত দে, দেবাদুতা দত্ত। বিজ্ঞপ্তি