বিজয় দিবস কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

22

চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশনের আয়োজনে ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহযোগিতায় বিজয় দিবস কারাতে প্রতিযোগিতা গত ৪ জানুয়ারি শুক্রবার এম.এ.আজিজ ষ্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদ গেইট সংলগ্ন চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণ ভেন্যুতে অনুষ্ঠিত সম্পন্ন হয়। ৭ টি কারাতে সংগঠনের ১২৮ জন প্রতিযোগী প্রতিযোগিতার ১০টি ইভেন্টে প্রতিদ্বদ্বিতা করে। সকাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন এশিয়ান মহিলা কারাতে জাজ ও চিকেএ এর যুগ্ন সম্পাদক এএসআই লতা পারভীন। কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চিকেএ এর চীফ কোচ সেনসাই কাউসার আহমেদ এর সার্বিক নির্দেশনায় ও চট্টগ্রাম কারাতে রেফারি অ্যাসোসিয়েশনের জাজদের সুক্ষ পরিচালনায় সম্পন্ন কারাতে প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পদক ও সনদ বিতরণ করেন হাফুস মার্শাল আর্টস অ্যাকাডেমির সাধারণ সম্পাদক রেজাউল করিম ভুট্টো, রিডার্স স্কুল এন্ড কলেজের পরিচালক শফিকুল ইসলাম, রাঙ্গুনিয়া সরফভাটা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি নিজাম উদ্দীন, সলিম উদ্দীন, জাফরুল ইসলাম, মোহাম্মদ শোয়েব, মোহাম্মদ আনোয়ার, আব্দুল আজিজ, মোমেনা খানম মুমু ও মিনহাজ খান।
প্রতিযোগিতায় চিটাগং মার্শাল আর্টস অ্যাকাডেমি চ্যাম্পিয়ন, সিএমপি স্কুল এভ কলেজ রানার আপ, চাঁন্দগাও স্পোর্টস কারাতে দো ৩য় স্থান, রিডার্স স্কুল এন্ড কলেজ ও হাফুস মার্শাল আর্টস অ্যাকাডেমি যৌথভাবে ৪র্থ, সিএমপি কারাতে দল ৫ম ও চারুতা কারাতে স্কুল ৬ষ্ঠ স্থান অধিকার করে। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পর্ব শেষে অংশগ্রহণকারী সকল কারাতেকাদের অংশগ্রহণে কেক কেটে ইংরেজী নববর্ষ উদ্যাপন করা হয় ।