বিজয় দিবস উপলক্ষে দেবলীনার ‘স্বপ্ন দেশে’

48

মহান বিজয় দিবস উপলক্ষে ‘স্বপ্ন দেশে’ শিরোনামে নতুন গান নিয়ে দর্শক-শ্রোতামহলে আসছেন রবীন্দ্র সঙ্গীতশিল্পী দেবলীনা সুর। শনিবার গানওয়ালা ইউটিউব চ্যানেলে গানটির স্টুডিও ভার্সন ভিডিও প্রকাশ করা হবে। গানের কথা হচ্ছে-‘এই যে দেখো পাহাড় ঘেঁষে/রৌদ্র হাসে/এই যে হাসির উচ্ছ্বাসে মেঘ/ দোলায় ভাসে/ হলদে পাখি কাকতাড়ুয়ায়/ এমনি বসে/ তুমি যাবে কি আমার গড়া স্বপ্ন দেশে।’ গানটির কথা লিখেছেন সুমন সাহা। সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ। সুর করেছেন দেবলীনা নিজেই। এছাড়া দীর্ঘ ৩৮ বছর পর সম্প্রতি ‘চল সবুজের দল’ শীর্ষক দেশের গানটি প্রকাশ করেছেন দেবলীনা। গানটি কথা ও সুর অপূর্ব রাহা’র। গানটি প্রথম রেকর্ডিং হয়েছিল ১৯৮০ সালে। সুমন কল্যাণের নতুন সঙ্গীতায়োজনে ৩৮ বছর পর গানটি প্রকাশ করলেন দেবলীনা। এটি সম্প্রতি অবমুক্ত করা হয়েছে গানওয়ালা ইউটিউব চ্যানেলে।