বিজয়কেতনের খাদ্য সামগ্রী বিতরণ

9

বিজয়কেতন সংগঠনটি ২০১৫ সাল হতে আর্তমানবতাধর্মী বিভিন্ন কাজ পরিচালনা করে আসছে। করোনা মহামারীর সময়ে গত বছর হতে এ পর্যন্ত সংগঠনটি জনকল্যাণমুখী নানান ধরনের কর্মকান্ড পরিচালিত করেছে যা সত্যিই প্রশংসনীয়। পাশাপাশি তারা সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অবৈতনিক ও সকল সুবিধাসম্পন্ন বিজয়কেতন বিদ্যানিকেতন পরিচালনা করে আসছে। করোনার এই সময়টিতে স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের অভিভাবকের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেওয়ায় দৃষ্টান্ত সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। গত ২১ এপ্রিল দুপুরে তুলাতলি এলাকায় সামাজিক সংগঠন বিজয়কেতন কর্তৃক বিদ্যানিকেতনের ছাত্র/ছাত্রীদের অভিভাবকের মাঝে খাদ্যসামগ্রী বিরতণকালে প্রধান অতিথি ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম এসব কথা বলেন। বিজয়কেতন সভাপতি নুর নাহার ফুল’রু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়া দাশ চায়না’র সঞ্চালনায় আলোচনায় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ইউএসটিসির সহকারী অধ্যাপক এম এ হাশেম, সহ-সভাপতি ফরিদা আক্তার, সহ-সম্পাদক কামরুন্নাহার রেখা, সহ-সাংগঠনিক সম্পাদক আনিকা তাসনিম, দপ্তর সম্পাদক শাহীন আক্তার, ক্রীড়া সম্পাদক তানিয়া আক্তার, সদস্য শিল্পী আক্তার, ইসপা সুলতানা রিপু, এ্যানি আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি