বিজ্ঞাপনচিত্র নির্মাণে ঐন্দ্রিলা

81

ই-লার্নিং নিয়ে চারটি বিজ্ঞাপন নির্মাণ করলেন প্রয়াত অভিনেতা বুলবুল আহমেদের মেয়ে ঐন্দ্রিলা আহমেদ। এর আগে তথ্যচিত্র নির্মাণ করে হাত ঝালিয়ে নিলেও এবারই প্রথম কোনো বিজ্ঞাপনচিত্র নির্মাণ করলেন তিনি। তিনি নাটকে মাঝে মাঝেই অভিনয় করেন, যুক্ত আছেন সংগীত ও লেখালেখির সঙ্গেও। তিনি জানান, স্কুলের শিক্ষার্থীদের পড়াশোনায় ই-লার্নিং নিয়ে বিজ্ঞাপনগুলো নির্মাণ করছেন তিনি। রাজধানীর বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে বিজ্ঞাপনগুলোর; শিগগিরই প্রচারে আসবে টেলিভিশনে। ক্যামেরায় চোখ রাখতে গিয়ে বারবার বাবাকেই মনে পড়েছে বলে জানালেন ঐন্দ্রিলা।
তিনি বলেন, “তিনি থাকলে আজ খুব খুশি হতেন। আব্বুর কথা বার বার মনে পড়ছে; চোখে পানি চলে এসেছিল।” আব্বু ডিরেকশন দেওয়ার সময় আমাকে আদর করে বলতেন, ‘আম্মু তুমি ২..১..০.. বল।’ নিজেই আজ নির্মাণ করলাম।” এর আগে ২০১০ সালে বাবা বুলবুল আহমেদকে নিয়ে ‘এক কিংবদন্তির কথা’ শিরোনামে একটি তথ্যচিত্র নির্মাণ করেন তিনি। ১৯৮৮ সাল থেকে টেলিভিশন নাটকে অভিনয় করছেন ঐন্দ্রিলা। এ পর্যন্ত প্রায় শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। শুধু অভিনয়ই নয় সংগীতচর্চাও চালিয়ে যাচ্ছেন নিয়মিত। গানের তালিম নিয়েছেন সঞ্জীব দে ও সাদি মহম্মদের কাছে। তিনি কত্থক ও ভরতনাট্যমেরও প্রশিক্ষণ নিয়েছেন।