বিজ্ঞপ্তি আহলে সুন্নাত চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চট্টগ্রাম জেলায় সম্মেলন ১৮ আগস্ট

18

পূর্বদেশ ডেস্ক

আহলে সুন্নাত ওয়াল জামা’আত কেন্দ্রীয় চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফীর ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা আহলে সুন্নাতের উদ্যোগে শনিবার বিকেল ৫টায় বনরূপা জামে মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ইসলামের মূলধারায় কথা বলায় আহলে সুন্নাত ওয়াল জামা’আতের চেয়ারম্যানের ওপর হামলা করা হয়েছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য এই হামলা। যেসব দুর্বৃত্ত এই হামলার সাথে জড়িত তাদের অবিলম্বে গ্রেফতারপূর্বক শাস্তির দাবি জানান বক্তারা।
একইসাথে এর পেছনে কারা ইন্ধন যোগাচ্ছে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাঙামাটি জেলা সভাপতি মাওলানা এম এ মুস্তফা হেজাজীর সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় আহলে সুন্নাত সমন্বয় কমিটির মিডিয়া সেলের প্রধান এডভোকেট ফরিদুল ইসলাম, জেলা আহলে সুন্নাতের সিনিয়র সহ সভাপতি মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আখতার হোসেন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ সুলতান মাহমুদ আল ক্বাদেরী, সহ সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ সেকান্দর হোসেন আল ক্বাদেরী। জেলা আহলে সুন্নাতের প্রচার সম্পাদক মো. ইব্রাহিম জাবেদের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আহলে সুন্নাতের অর্থ সম্পাদক হাজী মাহফুজ উদ্দিন, আইন সম্পাদক উপাধ্যক্ষ মো. মনসুর আলী, সহ প্রচার সম্পাদক মো. তারেক আজিজ প্রমুখ।
১৮ আগস্ট চট্টগ্রাম জেলায় সম্মেলন
আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ চেয়ারম্যান, প্রবীণ আলেমেদ্বীন শাইখুল হাদীছ আল্লামা কাযী মঈনুদ্দিন আশরাফির ওপর গত ১২ সেপ্টেম্বর চন্দনাইশের এক ধর্মীয় মাহফিলে ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় আলেম সমাজ। প্রতিবাদ জানান- অধ্যক্ষ আল্লামা মুফতি অছিয়র রহমান কাদেরি, শাইখুল হাদীছ আল্লামা সোলাইমান আল কাদেরী, শাইখুল হাদীছ আল্লামা মুফতি কাযী আব্দুল ওয়াজেদ, শাইখুল হাদীছ আল্লামা হাফেজ আশরাফুজ্জমান কাদেরি, আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলাহ, আল্লামা এম এ মান্নান, আল্লামা এম এ মতিন, অধ্যক্ষ আল্লামা আব্দুল আলিম রেজভি, অধ্যক্ষ আল্লামা মুফতি হারুনুর রশীদ আশরাফি, অধ্যক্ষ আল্লামা মুশতাক আহমদ,শাইখুল হাদীছ ড. আফজাল হোসাইন, উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী, অধ্যক্ষ আল্লামাস উ ম আবদুস সামাদ, আল্লামা ড.লিয়াকত আলী, উপাধ্যক্ষ আল্লামা আবুল কাশেম ফজলুল হক, ড.হাফিজুর রহমান, অধ্যক্ষ আল্লামা মুখতার আহমদ, অধ্যক্ষ আল্লামা খলিলুর রহমান নেজামি, অধ্যক্ষ আল্লামা আহমদ হোসাইন আল কাদেরী, অধ্যক্ষ আল্লামা ড. ইসমাইল নোমানী, আল্লামা জালাল উদ্দীন আযহারি, ড. আল্লামা বখতিয়ার উদ্দিন,অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলি, মুফাসসির আল্লামা ছালেকুর রহমান কাদেরি, অধ্যক্ষ মুফতি বদিউল আলম রেজভি, অধ্যক্ষ আল্লামা আমির আহমদ আনোয়ারি, মুহাদ্দিস আল্লামা জসিম উদ্দিন আল আযহারি, উপাধ্যক্ষ আব্দুল আজিজ আনোয়ারি, অধ্যক্ষ আল্লামা আহমদ রেজা নক্সবন্দি, অধ্যক্ষ আল্লামা ড. খলিলুর রহমান, অধ্যক্ষ ড. সরোয়ার উদ্দিন, অধ্যক্ষ মারেফাতুন্নুর কাদেরি, অধ্যক্ষ ড. নাসির উদ্দীন কাদেরি, শাইখ আবু সুফিয়ান আবেদি, আল্লামা মুফতি মীর মুহাম্মদ আলাউদ্দিন, অধ্যক্ষ মুফতি নজরুল ইসলাম কাদেরি, মুফতি মাহমুদুল হাসান, অধ্যক্ষ আবু জাফর মঈনুদ্দিন, অধ্যক্ষ আতাউল মুস্তফা রেজভি, অধ্যক্ষ আল্লামা শোয়াইব রেজা, অধ্যক্ষ মুফতি আবুল কালাম আমিরি, আল্লামা আবুল আসাদ জুবাইর রেজভি, অধ্যক্ষ মুফতি আব্দুল আউয়াল আল কাদেরী, উপাধ্যক্ষ আল্লামা ড. সাইফুল আলম, ড. মতিউল ইসলাম, আল্লামা শাহ নুর মুহাম্মদ আল কাদেরী, অধ্যক্ষ জামেউল আখতার আশরাফি, অধ্যক্ষ জসিম উদ্দিন আল কাদেরী, অধ্যক্ষ আনোয়ারুল মুস্তফা হেজাজি, আল্লামা গোলাম মুস্তফা নুরুন্নবী, ড.নাসির উদ্দিন নঈমি, উপজেলা ভাইস চেয়ারম্যান আল্লামা সোলাইমান ফারুকি,সাবেক ভাইস চেয়ারম্যান আল্লামা সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু, আল্লামা ওবাইদুল হক হক্কানি, অধ্যক্ষ হাফেজ আহমদ কাদেরি, মুফাসসির কাজি ইউনুস রেজভি, আল্লামা আব্দুন নবি কাদেরি, অধ্যক্ষ খাজা মুবারক আলী, মুফতি আবুল হাসান ওমাইর রেজভি, মুফতি আহমদুল্লাহ ফোরকান খান কাদেরি, মুফতি সাঈদুল হক কাজেমি,অধ্যক্ষ ড.মহিউল হক, অধ্যক্ষ জালাল উদ্দীন, আল্লামা ইউনুস তৈয়বি, মাওলানা তারেকুল ইসলাম কাদেরি, অধ্যক্ষ আবু নাসের মুসা,মাওলানা সোহাইল উদ্দিন আনছারি, আবুল কাশেম তাহেরি, মুহাদ্দিস জাহাঙ্গীর আলমসহ দেশশীর্ষ ওলামায়ে কেরাম। তারা হামলায় জড়িতদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ আগামী ১৮ আগস্ট চট্টগ্রাম আরবি কনভেনশনে অনুষ্ঠেয় ওলামা মাশায়েখ সম্মেলন সফল করার আহবান জানান।
গাউসিয়া কমিটির নিন্দা
আল্লামা কাজী মুহাম্মদ মঈন উদ্দিন আশরাফীর ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। নগরীর দিদার মার্কেটস্থ কার্যালয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের আহŸানে উত্তর-দক্ষিণ-মহানগরের যৌথসভা কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ আনোয়ারুল হকের সভাপতিত্বে ও মহাসচিব মুহাম্মদ শাহজাদ ইবনে দিদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন তছকীর আহমদ, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, জমির উদ্দিন মাস্টার, মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মুহাম্মদ আহসান হাবীব চৌধুরী হাসান, মুহাম্মদ কমর উদ্দিন সবুর, হাবিব উল্লাহ মাস্টার প্রমুখ। বক্তারা চিহ্নিত সকল দুষ্কৃতকারীদের শাস্তির বিধানে প্রশাসনকে সক্রিয় ভূমিকা রাখতে দাবি জানান।