বিজিসি ট্রাস্ট ভার্সিটি ইংরেজি বিভাগের ওয়েবিনার

2

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের উদ্যোগে গত ৩০ শে জুলাই বিকালে ‘কনটেস্টেড টেরেইন : কালচার, পাওয়ার, আইডেন্টিটি ইন দা গেøাবাল কনটেক্সট’ এ বিষয়ের ওপর ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
ওয়েবিনারে মুল বক্তা ছিলেন ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী, সহযোগী অধ্যাপক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এছাড়াও বক্তব্য রাখেন মোহাম্মদ খালেদ বিন চৌধুরী, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান, ইংরেজি বিভাগ, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, প্রফেসর ডক্টর আবু জাফর, চেয়ারম্যান, ইংরেজি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যায়, মোহাম্মদ ইব্রাহিম হোসাইন, এসোসিয়েট প্রফেসর ও পরিচালক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। উক্ত সেশনে মডারেটরের দায়িত্ব পালন করেন মোহাম্মদ আবদুর রশিদ, সহকারী অধ্যাপক ও এমএ ইন ইংলিশ প্রোগ্রাম কোওর্ডিনেটর, ইংরেজি বিভাগ, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়। ওয়েবিনারে বিভাগের ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ অনেক অতিথি অংশগ্রহণ করেন। ওয়েবিনারে শেষের অংশে প্রশ্নোত্তর পর্বে মূল বক্তা ডক্টর ফারজানা ইয়াসমিন চৌধুরী বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিজ্ঞপ্তি