বিজিসি ট্রাস্ট ভার্সিটি কম্পিউটার সায়েন্স বিভাগের ওয়েবিনার

0

 

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে Cambridge Scholar will speak on Higher Studz and Scholarship Opportunities in the UK and Australia from Bangladesh শীর্ষক এক ওয়েবিনার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওয়েবিনার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অক্রফোর্ড বিশ্ববিদ্যালরের সিনিয়র লেকচারার ড. মোহাম্মদ আলী মনি। ওয়েবিনারে ড. মোহাম্মদ আলী মনি বলেন উচ্চ শিক্ষা গ্রহণের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে স্বনামধন্য বিশ্ববিদ্যালরের বৃত্তিপ্রাপ্ত হয়ে লেখাপড়া গ্রহণের অনেক সুযোগ রয়েছে। বিশেষ করে যুক্তরাজ্য এবং অষ্ট্রেলিয়ার সেই সুযোগ অনেক। কিন্তু আমরা যারা শিক্ষার্থী তারা অনেক সময় যোগাযোগ এবং নিয়মনীতি সঠিকভাবে পতিপালন করতে না পেরে সুযোগ গ্রহণ করতে ব্যর্থ হই। তাই আমাদের উচিত উচ্চশিক্ষা গ্রহণের জন্য আবেদন করার পূর্বে ওইসব বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন সম্পর্কে ভালো করে জেনে নেয়া। আমি আশা করছি আজকের এই ওয়েবিনারে উপস্থিত বিভিন্ন বিষয়ে মাধ্যমে অনেক বিষয় সম্বন্ধে অবহিত হবেন। বিজ্ঞপ্তি