বিজিসি ট্রাস্ট ভার্সিটিতে ওয়ার্কশপ অনুষ্ঠিত

3

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সেন্টার ফর এইচ আর ডি রিসার্চ এন্ড পাবলিকেশন ও আইকিউএসি এর উদ্যোগে “জবংবধৎপয ্ চঁনষরপধঃরড়হ অ ঞড় ত” এঁরফবষরহবং শীর্ষক মাসব্যাপী সমাপনী অনুষ্ঠান এইচআরডি রিসার্চ এন্ড পাবলিকেশন বিভাগের ডাইরেক্টর ইনচার্জ ড. তালহা বিন ইমরান এর সভাপতিত্বে সমাপ্ত হয়েছে। মাসব্যাপী ওয়ার্কশপের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইকিউএসি এর পরিচালক ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. খালেদ বিন চৌধুরী। আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক আইন বিভাগের শিক্ষক মো. আাবদুল হান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরোয়ার উদ্দিন, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. অনিন্দ্য কুমার নাথ, আইন বিভাগের চেয়ারম্যান মিসেস নাজনীন আকতার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরী, জার্নালিজম এন্ড মিডিয়া ষ্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইমরান চৌধুরী, আইকিউসির অতিরিক্ত পরিচালক ফার্মেসী বিভাগের শিক্ষক জাহেদ বিন চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব বলেন, শিক্ষার মানোন্নয়নে গবেষণার কোন বিকল্প নেই। তাই শিক্ষার মানোন্নয়নে সকলকে গবেষণায় নিজেদের নিয়োজিত করতে হবে। আপনার গবেষণালব্ধ জ্ঞান ছাত্র-ছাত্রীদের শিক্ষা এবং মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক স্বাভাবিক শ্রেণী কার্যক্রমের পাশাপাশি নিজেদের গবেষণায় নিয়োজিত রাখুক। সেই নিরিখে বিশ্ববিদ্যালয়ের এইচআরডি রিসার্চ এন্ড পাবলিকেশন বিভাগ ও আইকিউএসি গবেষণার ক্ষেত্রে বিভিন্ন বিষয় সম্বন্ধে শিক্ষকদের অবহিত করার জন্য এই ওয়ার্কশপের আয়োজন করায় আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের শিক্ষকরা নিজেদের গবেষণায় নিয়োজিত করে দেশ এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন কৃতিত্ব অর্জন করেছে তার জন্য আমি তাদের অভিনন্দন জানাই। শুধু শিক্ষক নয় শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থী ছাত্র-ছাত্রীদেরও গবেষণার জন্য আগ্রহী করে তুলতে হবে। ওয়ার্কশপে বিভিন্ন বিভাগের সকল শিক্ষকরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি