বিজিসি ট্রাস্ট ভার্সিটি জার্নালিজম বিভাগের শিক্ষা সফর

5

 

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে শিক্ষাসফর পার্বত্য জেলা খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে। বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রশিদ, প্রভাষক ইয়াসির সিলমী, প্রভাষক নুসরাত ফাতিমা ও প্রভাষক মাহামুদুল ইসলামের তত্ত¡াবধানে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৩টি ব্যাচের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। ছাত্র-ছাত্রীরা বলেন, প্রচার এবং প্রসারের অভাবে বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর পর্যটন স্থান আমরা দেশিয় তথা আন্তর্জাতিক স্তরে পর্যটকদের কাছে তুলে ধরতে পারছি না। গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের ছাত্র-ছাত্রী হিসেবে আমরা এই বিষয়টি অনুধাবন করে ভবিষ্যতে বাংলাদেশের পর্যটন শিল্প যাতে আরো বেশি সমৃদ্ধ হয় সেই বিষয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীরা তাদের লেখাপড়ার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ি রিসং ঝর্না, হার্টিকালচার গার্ডেন, আলু টিলা গুহা সহ বিভিন্ন পর্যটন স্থান ঘুরে দেখেন এবং বাংলাদেশের এই পর্যটন নগরীকে আরো বেশি প্রচার এবং প্রসারের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকার বিষয়ে সার্বিক আলোচনা করেন। ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র এর মাধ্যমে সুন্দর একটি দিন অতিবাহিত করেন। বিজ্ঞপ্তি