বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ইনটেনসিভ সার্টিফিকেট ট্রেনিং কোর্স ইন রোবটিকস শুরু

528

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রোবটিকস ক্লাবের উদ্যোগ প্রথমবারের মতো সপ্তাহব্যাপী ইনটেনসিভ সার্টিফিকেট ট্রেনিং কোর্স ইন রোবটিকস শুরু হয়েছে। জাপান বাংলাদেশ রোবটিকস অ্যান্ড অ্যাডভান্সড টেকনোলজি রিসার্চ সেন্টারের (জেবিআরএটিআরসি) সার্বিক সহযোগিতায় পরিচালিত ট্রেনিং কোর্স উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী।
ট্রেনিং কার্যক্রমে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ এন এম ইউসুফ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, চবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শাহাদাত হোসেন, চুয়েট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কৌশিক দেব, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. নুরুল আবছার, জাপান-বাংলাদেশ রোবটিকস অ্যান্ড অ্যাডভান্সড টেকনোলজি রিসার্চ সেন্টারের টেকনিক্যাল ডিরেক্টর ও রোবোটেক ভ্যালির সিইও এএসএম আহসানুল এস আকিব, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর রোবটিক্স ক্লাবের প্রেসিডেন্ট ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক অভিজিৎ পাঠক এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকরা।
ট্রেনিং কোর্স উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের প্রযুক্তির সাহায্য নিতে হবে। বর্তমান সময়ে ৪র্থ শিল্প বিল্পবের সাথে নিজেকে গড়ে তোলার জন্য এই ট্রেনিং প্রোগ্রাম সহায়ক ভূমিকা পালন করবে। সপ্তাহব্যাপী ইনটেনসিভ সার্টিফিকেট ট্রেনিং কোর্স ইন রোবটিকস কোর্সটি ৩ ফেব্রæয়ারি থেকে ৯ ফেব্রæয়ারি পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তি