বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে বিতর্ক প্রতিযোগিতা

8

 

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ফার্মেসী বিভাগের উদ্যোগে আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ফার্মেসী বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহেদ বিন রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব, অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড.এস.এম শোয়েভ।
ফার্মেসী বিভাগের ছাত্র ইমরুজ সিকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল মল্লিক, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী, অনুষ্ঠানের আহব্বায়ক ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক শারমীন আকতার উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব বলেন, বিতর্ক হচ্ছে এমন একটি মাধ্যম যার মাধ্যমে যুক্তি উপস্থাপন করে আপনি একটি অমিমাংসিত বিষয়ের সুন্দর সমাধান তৈরি করতে পারেন।
লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশে সাংস্কৃতিক, ক্রীড়া কর্মকান্ড সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করতে হবে। বর্তমান সময়ে প্রতিযোগিতাশীল এই বিশ্বে ডিগ্রী অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নিজেকে দক্ষ স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে, সকল ক্ষেত্রে যুক্তি উপস্থাপনের মাধ্যমে আপনাকে একজন দক্ষ ও মেধাবী হিসেবে প্রমাণ করতে হবে। প্রতিযোগিতায় আলফা ব্লকার চ্যাম্পিয়ন ও সেরোটনিন রানার আপ, সেরোটনিন দলের বিতার্কিক জান্নাতুল নাইমা সাথী শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করেন। বিজ্ঞপ্তি