বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি আইকিউসি’র কর্মশালা

10

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিওরেন্স সেল (আইকিউসি) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকদের জন্য OBE Practice in Teaching Learning & Assessment শীর্ষক দিনব্যাপী কর্মশালা ১৫ জানুয়ারি বিশ^বিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে আইকিউএসি এর পরিচালক মো. খালেদ বিন চৌধুরীর সভাপতিত্তে¡ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপের প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব। আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক মো. আব্দুল হান্নান এর সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরওয়ার উদ্দীন, আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আক্তার, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. অনিন্দ্য কুমার নাথ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহউদ্দীন চৌধুরী, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইমরান উদ্দীন চৌধুরী, আইকিইএসি এর অতিরিক্ত পরিচালক মো. জাহেদ বিন রহিম, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের যুগোপযোগী শিক্ষা প্রদানের নিমিত্তে সময়ের সাথে সাথে বিদ্যমান কারিকুলাম যুগোপযোগী করা আবশ্যক। তৎপ্রেক্ষিতে কমিশন নির্দেশিত OBE সম্পর্কে সংশ্লিষ্ট শিক্ষকদের সম্যক ধারণা থাকা দরকার। এই কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষকগণ পঠন-পাঠন প্রক্রিয়ায় OBE অনুসরণ প্রক্রিয়া সম্পর্কে ধারণা পাবেন যা মানসম্পন্ন শিক্ষা প্রদানে সহায়ক হবে । পরবর্তীতে আইকিউএসি এর পরিচালক মো. খালেদ বিন চৌধুরী, অতিরিক্ত পরিচালক মো. জাহেদ বিন রহিম, অতিরিক্ত পরিচালক মো. আব্দুল হান্নান OBE Practice in Teaching Learning & Assessment”উপর পৃথক পৃথক প্রেজেন্টেশন প্রদানের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষকদের তৎসম্পর্কিত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ফার্মেসী, আইন, ইংরেজি এবং জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি