বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে ডকুমেন্টারি কম্পিটিশন

5

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে ডকুমেন্টরি কম্পিটিশনের পুরস্কার বিতরণ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক ইয়াসির সিলমী সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অভিজিৎ পাঠক, ডকুমেন্টারি প্রতিযোগিতা কমিটির সুপারভাইজার জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক নুসরাত ফাতেমা প্রমুখ। ডকুমেন্টারি প্রতিযোগিতায় বিভাগের বিভিন্ন সেমিস্টারের ছাত্র-ছাত্রীরা তাদের নির্মিত ৯টি প্রামাণ্য চিত্র প্রদর্শন করেন। যার মধ্যে মার্মা উপজাতির জীবন-জীবিকা নিয়ে নির্মিত দ্যা ট্রায়ো প্রথম স্থান অধিকার করে, ডকুমেন্টারিটি নির্মাণ করেন জার্নালিজম এন্ড মিডিয়া ষ্টাডিজ বিভাগের ছাত্র তাসলিম উল ইসলাম জিদান, সানাউল করিম রাহাত ও মেহেদী হাসান রাফি। বিজ্ঞপ্তি