বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা

46

 

হাল্ট প্রাইজ-২০২২ এর বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ক্যাম্পাস বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হাল্ট প্রাইজ-২০২২ এর ক্যাম্পাস ডিরেক্টর সুরাইয়া তাবাস্সুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এএনএম ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ন বৈদ্য, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, আইন বিভাগের চেয়ারম্যান নাজনিন আকতার, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ, অর্গানাইজিং কমিটির সুপারভাইজর ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ইমরান চৌধুরী। সাকিবল ইসলাম ও শ্রাবন্তী দত্তের সঞ্চালনায় বক্তব্য দেন ক্যাম্পাস চ্যাম্পিয়ন বø্যাক ডায়মন্ড টিমের রক্তিম চৌধুরী।
প্রধান অতিথি বলেন, আমাদের স্বপ্ন ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তোমাদের মত তরুণদের এগিয়ে আসতে হবে। কারণ তোমরাই আমাদের ভবিষ্যত। এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা তাদের মেধার বিকাশ ঘটাতে পারবে। একজন উদ্যোক্তা হতে হলে বিভিন্ন আইডিয়া থাকতে হবে, তাহলেই তুমি একজন ভালো উদ্যোক্তা হতে পারবে। প্রতিযোগিতাশীল এই বিশ্বে ৪র্থ শিল্প বিপ্লবের উপযোগী করে নিজেদের তৈরি করতে হবে। বিজ্ঞপ্তি