বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে সংবিধান দিবস উদ্যাপন

24

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের সেনট্রাম ফর কমিউনিটি এওয়ারনেস ক্লাবের উদ্যোগে সংবিধান দিবস উদ্যাপিত হয়েছে। গতকাল এ উপলক্ষে দিনব্যাপী র‌্যালি, কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠানমালা আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আ ন ম ইউসুফ চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর রনজিত কুমার দে, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, রেজিষ্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার, ব্যবসায় প্রশাসন অনুষদের কো-অর্ডিনেটর ড. মো. সরওয়ার উদ্দীন, ডেপুটি রেজিস্ট্রার সালাহ্উদ্দীন শাহরিয়ার, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক জাহেদ বিন রহিমদ আইন বিভাগের শিক্ষক সৈয়দা রুম্মান, আবদুল হান্নান, তওহীদুল ইসলাম, আমিনুল হক সিদ্দিকী, আসমা আল আমিন, খাদিজাতুল কোবরা, রিদোয়ান আহমদ ও সঞ্চালনায় ছিলেন সিদরাতুল মুনতাহা তৃনা।
রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ২য় সেমিষ্টারের ছাত্র আবদুল্লাহ আল জিওয়ান এবং ২য় স্থান অধিকার করেন ৩য় সেমিষ্টারের ছাত্র আবদুল্লাহ্ আল মামুন, ৩য় স্থান অধিকার করেন ৪র্থ সেমিষ্টারের তৃষ্ণা বড়–য়া। দলগত কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ১১তম ট্রাইমেস্টারের আবদুল্লাহ আল নোমান ও মনি বড়–য়া এবং ৫ম সেমিষ্টারের ১ম রানার আপ হয় শামীমা কাওসার, আবু সাইফ আকিল, ইসরাত মামুন ও গোলাম মোস্তফা পাশা দ্বিতীয় রানারআপ হয় নাসির উদ্দীন, সুইটি মল্লিক, ফরিদা ইয়াছমিন আখি ও উম্মে হানি। বিজ্ঞপ্তি