বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ৩৭তম সিন্ডিকেট সভা

1

 

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ৩৭তম সিন্ডিকেট সভা উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় মনোনীত প্রতিনিধি ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) বেলায়েত হোসেন তালুকদার। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন মনোনীত সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব এপ্লাইড কেমেস্ট্রি ও ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হাসনাইন আহমেদ আফরিন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রেজারার প্রফেসর এ এন এম ইউসুফ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মো. সরওয়ার উদ্দীন, ইংরেজী বিভাগের চেয়ারম্যান মো. খালেদ বিন চৌধুরী। সভায় বিগত সিন্ডিকেট সভার কার্যবিবরণী এবং বিগত একাডেমিক কাউন্সিল ও অর্থ কমিটির সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিধিবিধান অনুমোদন করা হয়। সভায় সিন্ডিকেট সদস্যরা এই কোভিড-১৯ পরিস্থিতির মধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সরকার ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক নির্দেশিত নিয়ম অনুযায়ী সচল রাখায় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি