বিজিএমইএ’র উদ্যোগে মিলাদুন্নবী উদ্যাপন

10

চট্টগ্রামস্থ বিজিএমইএ ভবনে ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ও বিজিএমইএ’র প্রতিষ্ঠাকালীন প্রথম সহ-সভাপতি মো. শাহজাহানের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক এমডি এম মহিউদ্দিন চৌধুরী, এ এম শফিউল করিম (খোকন), মো. হাসান (জ্যাকী), এম. এহসানুল হক, মিরাজ-ই-মোস্তফা (কায়সার), প্রাক্তন প্রথম সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, প্রাক্তন সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌস, প্রাক্তন পরিচালক এমদাদুল হক চৌধুরী, শেখ সাদী, সাইফ উল্ল্যাহ মনসুর, খন্দকার বেলায়েত হোসেন, মোহাম্মদ আতিক প্রমুখ। মাহফিলে সৈয়দ নজরুল ইসলাম বলেন, বিজিএমইএ’র প্রতিষ্ঠাকালীন প্রথম সহ-সভাপতি মরহুম মো. শাহজাহানের হাত ধরেই চট্টগ্রাম বিজিএমইএ’র শুভ সূচনা। তিনি আমাদের অগ্রজ উদ্যোক্তা। তৈরি পোশাক শিল্পের প্রারম্ভিক সময়ে এবং বিজিএমইএ’র কল্যাণে তাঁর অবদান অনস্বীকার্য। বর্তমান উদ্যোক্তাদের কাছে তিনি আদর্শ হয়ে থাকবেন। বিজিএমইএ’র ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান আবদুল হালিম দোভাষের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিজিএমইএ’র পরিচালক মিরাজ-ই-মোস্তফা (কায়সার) প্রাক্তন প্রথম সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, প্রাক্তন সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌস, প্রাক্তন পরিচালক এমদাদুল হক চৌধুরী, সাইফ উল্ল্যাহ মনসুর প্রমুখ। পোশাকশিল্পের প্রয়াত মালিক, শ্রমিক, কর্মচারীদের রুহের মাগফেরাত এবং অসুস্থদের দ্রুত রোগ মুক্তি কামনা সহ করোনা ভাইরাস থেকে আশু মুক্তির লক্ষ্যে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি