বিক্ষোভ সমাবেশে মেয়র প্রার্থী রেজাউল বঙ্গবন্ধুর স্মৃতি নিয়ে ষড়যন্ত্রের বিষদাঁত উপড়ে ফেলা হবে

6

বঙ্গবন্ধুর স্মৃতি নিয়ে ষড়যন্ত্রের বিষদাঁত উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। ধর্ম ব্যবসায়ী, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের হুমকির প্রতিবাদ ও হুমকিদাতাদের দ্রুত গ্রেফতারের দাবিতে অপরাজেয় বাংলা, চট্টগ্রাম মহানগর শাখার আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন। গত শনিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সম্মুখে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি আরো বলেন, ধর্ম ব্যবসায়ী, মৌলবাদী, স্বাধীনতাবিরোধী শক্তি সব সময়ই চেষ্টা করেছে বঙ্গবন্ধুকে মুছে ফেলতে। বঙ্গবন্ধু বাংলাদেশের হৃদয়, বঙ্গবন্ধুকে বাঙালির হৃদয় থেকে কখনো মুছে ফেলা যাবে না। শান্তির ধর্ম ইসলামকে হাতিয়ার করে, ধর্মের অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করতে আবারো অপতৎপরতায় লিপ্ত হয়েছে স্বাধীনতাবিরোধী গোষ্ঠী। তারা জাতির জনকের ভাষ্কর্য সরিয়ে ফেলার যে হুমকি দিয়েছে, এটি বাঙালি জাতীয়তার উপর হুমকি, বাংলাদেশের উপর হুমকি। তাদেরকে পরিস্কার ভাষায় বলতে চাই, যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছি, সে মহান জাতির পিতার স্মৃতি নিয়ে ষড়যন্ত্র হলে আমরা বসে থাকব না। জনগণকে সাথে নিয়ে ষড়যন্ত্রের বিষদাঁত উপড়ে ফেলা হবে। সমাবেশে সভাপতিত্ব করেন অপরাজেয় বাংলা চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহŸায়ক, নগর যুবলীগের সদস্য নুরুল আনোয়ার এবং সঞ্চালনা করেন অপরাজেয় বাংলা চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব নূরুল আজিম রনি। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য জামশেদুল আলম চৌধুরী, মহানগর আওয়ামী লীগ নেতা রাশেদ হাসান, মহানগর যুবলীগের আহŸায়ক মহিউদ্দিন বাচ্চু, অপরাজেয় বাংলা কেন্দ্রীয় সদস্য সচিব এইচ রহমান মিলু, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সীমান্ত তালুকদার, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. আ.ন.ম মিনহাজুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, টিভি জার্নালিস্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দীপ্ত টিভি বিভাগীয় প্রধান লতিফা আনসারী রুনা, সুচিন্তা চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক জিনাত সোহানা চৌধুরী, মহানগর যুবলীগের সদস্য মেজবাহ চৌধুরী মোর্শেদ, হেলাল উদ্দীন, শাখাওয়াত হোসেন স্বপন, সাবেক সদস্য আসহাব চৌধুরী, মেজবাহ উদ্দিন চৌধুরী নোবেল, কাজী রাজেশ ইমরান। বিজ্ঞপ্তি