বিক্ষোভ সমাবেশে ডা. শাহাদাত ক্ষমতার অপব্যবহারে ছাত্রলীগ বেপরোয়া হয়ে উঠেছে

10

মহানগর বিএনপির সভাপতি ও চসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমানে দেশে একের পর এক মা বোন ধর্ষিত হচ্ছে। দেশের সর্বত্র চলছে ধর্ষিতার আর্তনাদ ও আহাজারি। দেশের সর্বত্র বিচারবহির্ভূত ও ক্ষমতার অপব্যবহারে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ বেপরোয়া হয়ে উঠেছে। তাদের অত্যাচার, নির্যাতন ও গণধর্ষণ এমন পর্যায়ে পৌঁছেছে, একাত্তরের হানাদার বাহিনীকেও হার মানিয়েছে। প্রশাসনের আশ্রয়-প্রশ্রয়ে সারাদেশে আওয়ামীলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাদের সন্ত্রাসী কার্যক্রম, খুন, চাঁদাবাজী, টেন্ডারবাজীতে মেতে উঠেছে। তারই ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যার পর সিলেটের এমসি কলেজের ১২৮ বছরের পুরনো ঐতিহ্যবাহী ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ করেছে ছাত্রলীগের চিহ্নিত নেতাকর্মীরা। দেশের কোন মানুষই আজ নিরাপদ নয়, মা বোনদের ইজ্জতের বিনিয়ে অর্জিত স্বাধীনতা আজ ভুলুণ্ঠিত। তিনি ২৭ সেপ্টেম্বর সকালে সিলেটের এমসি কলেজে ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণকারী ছাত্রলীগ নেতাদের শাস্তির দাবিতে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি মো. মিয়া ভোলা, মোহাম্মদ আলী, নাজিমুর রহমান, শফিকুর রহমান, মাহবুবুল আলম, এস এম আবুল ফয়েজ, যুগ্ম সম্পাদক শাহ আলম, ইসকান্দর মির্জা, ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সম্পাদক এম সালাউদ্দীন, শিহাবুদ্দীন মুবিন, হামিদ হোসেন, মনোয়ারা বেগম মনি, আবদুল বাতেন, মনজুর রহমান চৌধুরী, মায়মুনুল ইসলাম হুমায়ুন, মোশাররফ হোসেন ডেপ্টি, রফিকুল ইসলাম, জেলি চৌধুরী, আবু মুছা, মোস্তাফিজুর রহমান বুলু, সালাউদ্দীন লাতু, জাকির হোসেন, জসিম উদ্দীন জিয়া, ইউসুফ সিকদার, বুলবুল আহমদ, মো. আসলাম, শামসুল আলম, রাসেল পারভেজ সুজন, সিরাজুল ইসলাম মুন্সী, সাদেকুর রহমান রিপন, জাহিদুল্লাহ রাশেদ, হাসান ওসমান, জসিম মিয়া, এমরান, জসিম উদ্দীন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, আলী মুর্তজা খান, জমির উদ্দীন নাহিদ প্রমুখ। বিজ্ঞপ্তি